Shane Warne : লর্ডসে ২৩ ওভার শেষে ২৩ সেকেন্ড ধরে ওয়ার্নকে শ্রদ্ধা, কিন্তু ‍‘২৩’ কেন?

প্রায় চার মাস কেটে গিয়েছে। তবুও ক্রিকেটের বাইশগজ এখনও ভুলতে পারেনি তাঁকে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, শে, ওয়ার্ন (Shane Warne) যেন রয়ে গিয়েছেন…

প্রায় চার মাস কেটে গিয়েছে। তবুও ক্রিকেটের বাইশগজ এখনও ভুলতে পারেনি তাঁকে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, শে, ওয়ার্ন (Shane Warne) যেন রয়ে গিয়েছেন নীরবেই। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম টেস্ট। ম্যাচের প্রথম দিন কিংবদন্তি অজি স্পিনারকে শ্রদ্ধা জানালেন দু’দলের ক্রিকেটাররা। মাঠে উপস্থিত দর্শকরাও স্মরণ করলেন, তবে পদ্ধতিটা ছিল বেশ অভিনব।

লর্ডস টেস্টের প্রথম দিন ২৩ ওভার খেলা হওয়ার পরে দেখা যায়, মাঠের মধ্যেই এক সারিতে দাঁড়িয়ে পড়েছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠেছে ওয়ার্নের ছবি। ২৩ সেকেন্ড ধরে সবাই হাততালি দিয়ে ওয়ার্নকে শ্রদ্ধা জানান। কিন্তু ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে ২৩ নম্বরটিকেই বা কেন বেছে নেওয়া হল?

আসলে ওয়ার্নের জার্সি নম্বর ছিল ২৩। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট ভিক্টোরিয়া, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স, কাউন্টিতে হ্যাম্পশায়ার, এমনকি আইপিএলে রাজস্থান রয়্যালসেও ওয়ার্ন ২৩ নম্বর জার্সি পরে খেলেছেন। তাই ২৩তম ওভারে ২৩ সেকেন্ড ধরে তাঁকে এভাবে শ্রদ্ধা জানানো হয়।

লর্ডসে মাত্র চারটি টেস্ট খেলেছেন ওয়ার্ন। নিয়েছেন ১৯ উইকেট। এই মাঠে কোনও দিন টেস্ট হারেননি তিনি। তিনটি টেস্ট জিতেছেন। একটি ড্র হয়েছে। ওয়ার্নের মৃত্যুর পরে তাঁকে শ্রদ্ধা জানাতে লর্ডসের কমেন্ট্রি বক্সের নাম রাখা হয়েছে তাঁর নামে। এবার অন্য দুই দেশের টেস্ট ম্যাচেও ফিরল ওয়ার্নের স্মৃতি।