England Vs New Zealand: স্বর্গোদ্যানে গতির যুদ্ধ, প্রথম দিনেই ১৭ উইকেট, জমে গেল টেস্ট

বৃহস্পতিবার থেকে লর্ডসে (Lord’s) শুরু হয়েছে ইংল্যান্ড (England) বনাম নিউজিল্যান্ডের (New Zealand) প্রথম টেস্ট। প্রথম দিনেই গতির ঝড় উঠল ক্রিকেটের স্বর্গোদ্যানে। প্রথম টেস্টের প্রথম দিন…

England and New Zealand

বৃহস্পতিবার থেকে লর্ডসে (Lord’s) শুরু হয়েছে ইংল্যান্ড (England) বনাম নিউজিল্যান্ডের (New Zealand) প্রথম টেস্ট। প্রথম দিনেই গতির ঝড় উঠল ক্রিকেটের স্বর্গোদ্যানে। প্রথম টেস্টের প্রথম দিন পড়ল ১৭টি উইকেট! বলা বাহুল্য, সবকটিই গিয়েছে পেসারদের ঝুলিতে। শুধু তাই নয়, পিচের যা চরিত্র তাতে কোনও দলই প্রথমদিন স্পিনারদের হাতে বল তুলে দিতে ভরসাই পাননি।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই জেমস অ্যান্ডারসনের গতিতে বেসামাল অবস্থা হয় কিউইদের। মাত্র ৪৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার সম্মুখীন হয় তারা। শেষমেষ কলিন ডি গ্র্যান্ডহোম এবং টিম সাউদি কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে বেশিক্ষণ স্থায়ী এই জুটির লড়াই। সাউদি ফিরতেই আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। গ্র্যান্ডহোম একদিক আগলে রেখে ৫০ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। উলটো দিকে তাঁকে সঙ্গ দেওয়ার মতো ছিলেন না কেউই। ৪০ ওভারের মধ্যেই ১৩২ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস। জিমি অ্যান্ডারসন নেন চারটি উইকেট। তবে অভিষেক টেস্টেই দারুণ চমক দিয়েছেন ম্যাটি পটস। ২৩ বছর বয়সী ইংল্যান্ডের এই ডানহাতি তরুণ পেসারও চারটি উইকেট ঝুলিতে পুরেছেন। একটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোকস। এই চার বোলারই হাত ঘুরিয়েছেন প্রথম ইনিংসে।

জবাবে শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার অ্যালেক্স লিস এবং জ্যাক ক্রলি মসৃণ ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দলগত ৫৯ রানের মাথায় ইংরেজ শিবিরে আঘাত হানেন কাইল জেমিসন। ক্রলিকে ৪৩ রানে ফেরান তিনি। এরপরই ইংরেজ ক্রিকেটারদের মধ্যে প্যাভিলিয়নে ফেরার হিড়িক পড়ে যায়। ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নেন কিউই পেসাররা। প্রথম দিনের শেষে ৩৬ ওভার ব্যাট করে ৭ উইকেট খুইয়ে ১১৬ রান স্কোরবোর্ডে তুলেছে আয়োজক ইংল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের হয়ে জেমিসন, টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ড দুটি করে উইকেট নিয়েছেন। অপরটি গিয়েছে গ্র্যান্ডহোমের পকেটে। ইংল্যান্ডের মতো নিইজিল্যান্ডেরও এই চার পেসারই প্রথম দিন হাত ঘুরিয়েছেন।

সামনেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। ফলে এই সিরিজে নিশ্চয় চোখ রেখেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ব্রড-অ্যান্ডারসনদের গতির ঝড় কিন্তু সামলাতে হবে তাঁদেরও।