Armando Sadiku: গোলে ফিরতে মরিয়া আর্মান্দো সাদিকু, ফিরতে চান নিজের ফর্মে

এবারের এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের মতো ফুটবল টুর্নামেন্টে লিগ শিল্ডের শিরোপা জিততে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্টস। সেইমতো মরশুম শুরুর অনেক আগে…

armando sadiku

এবারের এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের মতো ফুটবল টুর্নামেন্টে লিগ শিল্ডের শিরোপা জিততে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্টস। সেইমতো মরশুম শুরুর অনেক আগে থেকেই ভালো পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে দল গঠনে নেমেছিল মোহনবাগান। যারফলে, অজি তারকা তথা এবারের বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে দেশীয় ফুটবলারদের মধ্যে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ সহ আনোয়ার আলির মতো ফুটবলারদের দলে টেনেছে সবুজ-মেরুন ব্রিগেড।

তবে বিদেশি ফুটবলারদের মধ্যে আরও বড়সড় চমক দিয়েছে এই প্রধান। ইউরো কাপের অন্যতম এক তারকা ফুটবলার তথা আলবেনিয়ান ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয়ে আসা তারকা আর্মান্দো সাদিকুকেও (Armando Sadiku) সাইন করায় বাগান শিবির। তাকে নিয়ে শুরু থেকেই যথেষ্ট আগ্ৰহ ছিল সমর্থকদের মধ্যে।

উল্লেখ্য, হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেট্রোতোসের মতো ফুটবলাররা গতবার থেকেই সবুজ-মেরুন জার্সিতে নিজেদের জাত চিনিয়ে এসেছেন। আইএসএল জিতিয়েছেন দলকে। তবে এবার এক ঝাঁক তারকা ফুটবলার রয়েছে মোহনবাগান শিবিরে। দলের সঙ্গে এবার যুক্ত হয়েছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু। এই দুই ফুটবলারদের নিয়ে বাড়তি আশা রয়েছে কোটি কোটি সমর্থকদের।

armando sadiku

তবে বর্তমানে দিমিত্রি পেট্রোতোস ও হুগো বুমোসের সঙ্গে সঠিক বোঝাপড়ার দরুণ গোলের মুখ দেখছেন কামিন্স। বলতে গেলে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে আশার পর চলে এসেছেন দারুণ ছন্দে। যা নিয়ে খুশি সকলেই। তবে এখনো নিজের পুরোনো ছন্দে ফিরতে সক্ষম হননি আলবেনিয়ান তারকা। যা নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে ফেরেন্দোর।

এই পরিস্থিতি থেকে এবার যত তাড়াতাড়ি সম্ভব বেড়িয়ে আসতে চান সাদিকু্। গোলের মুখ দেখতে চান এবার। বর্তমানে ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপ ও আইএসএলের একাধিক ম্যাচ খেলে ফেললেও গোল পেয়েছেন মাত্র একটি। যা নিয়ে খুশি নন এই তারকা। তারকাখচিত স্কোয়াডে নিজেকে টিকিয়ে রাখতে হলে কিংবা প্রথম একাদশে নিজের স্থান পাকা করতে হলে গোলে ফেরা যে কতটা গুরুত্বপূর্ণ তা ভালো মতোই জানেন সাদিকু। সেজন্য গত কয়েকদিন ধরেই বাগান অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে এই স্ট্রাইকারকে। গতকাল গোটা দল যখন শট নেওয়ার অনুশীলন করছে, ঠিক তখনই অপরদিকে গোলকিপার কোচকে সামনে রেখে দলের সহকারী গোলকিপারের সাথে একের পর এক শট প্রাকটিস করতে দেখা যায় এই তারকাকে। চলতি মরশুমে গোল পাওয়ার জন্য যে কতটা মরিয়া এই ফুটবলার তা বোঝা যাচ্ছে খুব সহজেই।