আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এএফসি (AFC) অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথম ম্যাচে এফসি রাভশানের বিরুদ্ধে খেলবে বাগান। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হওয়ার কথা রয়েছে। তাজিকিস্তানের এই ক্লাবে ভাল মানের একাধিক ফুটবলার রয়েছে। এফসি রাভশানের সেন্টার ব্যাক স্যামুয়েল ওফরি (Samuel Ofori) ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার।
শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ! জনস্বার্থ মামলা দায়েরের আবেদন
ঘানার স্যামুয়েল ওফরি ফুটবল প্রেমীদের মধ্যে বেশ সমাদৃত। এফসি রাভশানের ফলোয়ারদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২৫ হাজারের কাছাকাছি। কিন্তু কেন এতো জনপ্রিয় ২৫ বছর বয়সী স্যামুয়েল ওফরি?
স্যামুয়েল ওফরি ঘানার ফুটবলার। উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। খেলেন সেন্টার ব্যাক পজিশনে। এফসি রাভশানের সঙ্গে যুক্ত রয়েছেন ২০২২ সাল থেকে। পঞ্চাশের কাছাকাছি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে। এএফসি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
Mohammedan SC: ফ্রি-কিক থেকে গোল-ড্রিবল, এই বিদেশির স্কিল দেখার মতো
View this post on Instagram
স্যামুয়েলের খেলায় গতি রয়েছে, কভারিং ভাল। পিছন থেকে বল ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নিতে পারেন। নিখুঁত লং পাস বাড়াতে পারেন। এমন একজন ফুটবলার যে কোনও দলের জন্য সম্পদ হতে পারেন।
মলিনার এই প্ল্যানেই ধরাশায়ী হতে পারে AFC প্রতিপক্ষ
এফসি রাভশান সাধারণত রক্ষণভাগ সামলে আক্রমণ ওঠে। স্যামুয়েল ওফরি মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। বাগানের আক্রমণভাগে একাধিক বিদেশি ফুটবলার থাকতে পারেন। তাঁদের সামনে ওফরির পারফরম্যান্স কেমন হয় সেটা হবে দেখার বিষয়।