East Bengal: লাল-হলুদে আসছেন ভাইজান, ভিডিও বার্তা দিলেন অনুগামীদের

বছর কয়েক আগে লাল-হলুদের শতবর্ষ উৎযাপনকে (East Bengal Centenary celebrations) আরও ছন্দময় ও জাঁকজমকপূর্ণ করার ক্ষেত্রে সলমন খানকে নিয়ে একটি মেগা ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল কর্তাদের।

Salman Khan at East Bengal Football Club Event

বছর কয়েক আগে লাল-হলুদের শতবর্ষ উৎযাপনকে (East Bengal Centenary celebrations) আরও ছন্দময় ও জাঁকজমকপূর্ণ করার ক্ষেত্রে সলমন খানকে নিয়ে একটি মেগা ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। তবে সেবার বাঁধ সেধেছিল করোনা। কোভিড পরিস্থিতি সেইসময় জোরদার থাকার ফলে পিছিয়ে দিতে হয় সমস্ত আয়োজন।

তবে এই মুহুর্তে অনেকটাই স্বাভাবিক হয়েছে সমস্ত কিছু। সেজন্য এই বছরের চলতি মাসেই ব্যাপক জাঁকজমক করে শহর কলকাতায় আনা হচ্ছে বলিউডের ভাইজান কে। তবে তিনি একানন। বলি পাড়ার আরও একঝাঁক অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে করে মঞ্চ কাঁপাবেন সলমন। যাদের মধ্যে থাকছেন, জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, আয়ুষ শর্মা ও কামাল খান সহ আরও বেশকিছু তারকা। সেজন্য গত মাসের শেষের দিক থেকেই শুরু হয়ে যায় টিকিট বিক্রির ব্যবস্থা। লাল-হলুদ ক্লাব তাঁবুর পাশাপাশি শহরের একাধিক জনপ্রিয় অংশে টিকিট বিক্রির জন্য তৈরি করা হয় অস্থায়ী কাউন্টার।

   

তবে এক্ষেত্রে গোটা ইভেন্টটই আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ ইভেন্ট সংস্থা হোয়াটস দ্য নেম। সেইসাথে টিকিট বন্টনের দায়িত্বে থাকে পেটিএম ইনসাইডার। তাদের যৌথ প্রয়াসেই সময়মতো টিকিট পৌঁছে যাচ্ছে সকল অনুগামীদের কাছে। তবে এখানেই শেষ নয়। ভক্তদের উন্মাদনা বাড়াতে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠানোর কথাও শোনা গিয়েছিল সলমন খানের তরফ থেকে। সেইমতো এবার তিলোত্তমায় পা রাখার কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন ভাইজান। গতকাল রাত থেকেই সমস্ত সোশ্যাল সাইট জুড়ে ভাইরাল হয়ে চলেছে সেই ভিডিও।

যেখানে নীল শার্ট পরিহিত অবস্থায় নিজের চেনা ছন্দে ধরা দিয়েছিলেন বলিউডের এই অভিনেতা। পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে আগামী ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাবে এসে শো দেখার আবেদন ও করতে শোনা যায় ভাইজানের মুখে। পূর্বে লাল-হলুদের অনুষ্ঠানে এসে সকলের মন জয় করেছেন বলিউডের কিংখান থেকে শুরু করে অক্ষয়কুমার, সোনাক্ষী সিনহা এমনকি টলিউডের মিঠুন চক্রবর্তীর মতো ব্যক্তিত্ব। এবার ভাইজান কে স্বাগতম জানানোর অপেক্ষায় লাল-হলুদ শিবির।