রহস্যময়ী রাজমাতা শেখ মোজা৷ পারস্য উপসাগর তীরে তাঁর নীরব কর্তৃত্ব ৷ কাতারের রাজমাতা শেখ মোজা (Sheikh Moza) ৷ ১৯৫৯ সালে জন্ম হয় শেখ মোজার৷ ১৯৯৫-২০১৩ পর্যন্ত কাতারের রানি ছিলেন৷ হীরে মুক্তো নিয়েই খেলা করেন৷ বহিরঙ্গে দেখনদারি নেই৷ কঠিন ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট মুখে ৷ মাঝে মধ্যে হাসলে মুক্তো ঝরে! কখনো হিজাবে মুখ ঢাকা, কখনো হিজাব ছাড়া আধুনিকা৷ হাইটেক জীবনে অভ্যস্ত ষাটোর্ধ কাতার রাজমাতা৷ শোনা যায় রাজমাতা শেখ মোজা কাতারের আসল ক্ষমতার নিয়ন্ত্রক
রহস্যময়ী নীরব ক্ষমতাশালী রাজমাতা, হাসলে মুক্তো ঝরে!
রহস্যময়ী রাজমাতা শেখ মোজা৷ পারস্য উপসাগর তীরে তাঁর নীরব কর্তৃত্ব ৷ কাতারের রাজমাতা শেখ মোজা (Sheikh Moza) ৷ ১৯৫৯ সালে জন্ম হয় শেখ মোজার৷ ১৯৯৫-২০১৩…