ইস্টবেঙ্গলের ব়্যাডারে পর্তুগিজ মিডিও রুবেন ফ্লাভিও

জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে। এই উইন্ডোকে কাজে লাগিয়ে টিমে বড়সড় রদবদলের লক্ষ্যে ইস্টবেঙ্গল এফসির ব়্যাডারে এখন পর্তুগিজ মিডফ্লিডার রুবেন ফ্লাভিও সান্তোস দাস নেভেস (Ruben Flavio)।…

Ruben Flavio

জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে। এই উইন্ডোকে কাজে লাগিয়ে টিমে বড়সড় রদবদলের লক্ষ্যে ইস্টবেঙ্গল এফসির ব়্যাডারে এখন পর্তুগিজ মিডফ্লিডার রুবেন ফ্লাভিও সান্তোস দাস নেভেস (Ruben Flavio)।

পর্তুগালের লিগা ৩’এ খেলা ক্লাব দল CDC মন্টালেগ্রে দলে খেলে রুবেন ফ্লাভিও। লাল হলুদ জার্সিতে অ্যালেক্স লিমার পড়তি পারফরম্যান্সের কারণে টিম ম্যানেজমেন্টের মন লিমার ওপর থেকে প্রায় সরে গিয়েছে।লিমার বিদায় প্রায় নিশ্চিত হওয়ায় ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইতিমধ্যেই নতুন ফুটবলারদের প্রোফাইল নিয়ে নাড়াঘাঁটা শুরু করেছে।

৩১ বছরের রুবেন ফ্লাভিও মন্টালেগ্রের হয়ে ৭১ ম্যাচে ৬ গোল করেছে,মোট ২৮৯ ম্যাচে ফ্লাভিও’র গোল ২০ গোল। এডি সানজোয়ানেন্স দলে নিজের ইয়ুথ ফুটবল কেরিয়ার শুরু করে ফ্লাভিও।এরপর ২০০৯-২০১২ সাল পর্যন্ত সানজোয়ানেন্সের সিনিয়র দলে খেলেছেন এই পর্তুগিজ মিডিও। ১০১২ থেকে ২০১৫ সাল এই সময়ে ক্লাব বদল করে ফুটবল খেললেও ২০১৫ ফুটবল সেশনে ফের সানজোয়ানেন্স দলে নাম লেখান ফ্লাভিও, টানা দু মরসুম ওই দলে খেলেন।এখন মন্টালেগ্রের হয়ে খেলছেন রুবেন ফ্লাভিও।

ফ্লাভিওকে নিয়ে ইতিমধ্যে ইস্টবেঙ্গল এফসি টিম ম্যানেজমেন্ট একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে।সূত্রে খবর, দু’পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে,তবে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।আগামী দিনে কথাবার্তা চলবে এমনটাই খবর।