Mohun Bagan: দুধের সাধ ঘোলে মেটাতে মোহন-তাঁবুতে আসছে ট্রফির রেপ্লিকা

গতবছর থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) ফুটবল ক্লাব। প্রথমদিকে বেশ কয়েকবার ধাক্কা খেতে হলেও সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ফর্মে ফিরেছে কলকাতা ময়দানের…

Mohun Bagan Trophies

গতবছর থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) ফুটবল ক্লাব। প্রথমদিকে বেশ কয়েকবার ধাক্কা খেতে হলেও সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ফর্মে ফিরেছে কলকাতা ময়দানের এই ফুটবল দল। শেষ মরশুমে সুনীল ছেত্রীর শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে হিরো আইএসএল জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড।

সেই নিয়ে চরম উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে অর্থাৎ এই মরশুমের শুরুতেই আসে সাফল্য। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় বাগান ব্রিগেড। তারপর সেই ছন্দ বজায় রয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগে। যারফলে, অতি সহজেই টুর্নামেন্টের লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে পালতোলা নৌকা।

গত কয়েকদিন আগেই শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে এই খেতাব জয় করেছে শুভাশিসরা। সেই সুবাদে নতুন ফুটবল মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলার ছাড়পত্র উঠে এসেছে তাদের কাছে। পূর্বে এএফসি কাপে অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস।

সেই নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। পাশাপাশি দলের সমর্থকদের আবেদন মেটাতে কয়েকদিনের জন্য মোহনবাগান তাঁবুতে এসেছে ঐতিহ্যবাহী লিগশিল্ড। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সমর্থকদের কথা মাথায় রেখে মোহনবাগান ক্লাবেই রাখা থাকবে আইএসএলের এবারের শিল্ড। তারপর আবারো সেটি চলে যেতে পারে যথাস্থানে।

তবে এবার খুশির খবর উঠে এসেছে বাগান সমর্থকদের জন্য। জানা গিয়েছে, মাস খানেকের মধ্যেই সবুজ-মেরুন শিবিরে আসতে চলেছে সমস্ত রেপ্লিকা ট্রফি। অর্থাৎ গত মরশুমের আইএসএল থেকে শুরু করে দে এই মরশুমের লিগশিল্ড সবই আসতে চলেছে পাকাপাকিভাবে। সেইমতো বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নির্মাণ করতে দেওয়া হয়েছে খেতাবের প্রতিরূপ গুলি। যারফলে, এবার আসলের পরিবর্তে রেপ্লিকা ট্রফি দেখেই দুধের স্বাদ ঘোলে মিটতে চলেছে সমর্থকদের। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা।