Mohun Bagan Coach: ‘ভরসা রাখো, চ্যাম্পিয়ন হবই’, বলেছিলেন হাবাস

দলের মনোভাব বদলে দিয়েছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Mohun Bagan Coach Antonio Lopez Habas)। লিগ শিল্ড জয় করার পর সাংবাদিক সম্মেলনে হাবাসের কথা তাঁর সহকারী ম্যানুয়েল…

Antonio Lopez Habas

দলের মনোভাব বদলে দিয়েছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Mohun Bagan Coach Antonio Lopez Habas)। লিগ শিল্ড জয় করার পর সাংবাদিক সম্মেলনে হাবাসের কথা তাঁর সহকারী ম্যানুয়েল কাসকালার মুখে। ম্যানুয়েল জানিয়েছেন, লোপেজ হাবাস কীভাবে বদলে দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলারদের মনোভাব।

মরসুমের মাঝামাঝি সময়ে হুয়ান ফেরান্দোকে সরিয়ে বাগানের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। দায়িত্ব নেওয়ার পর কিছু বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন হুগো বুমোসকে। দলের সঙ্গে যুক্ত করেছিলেন জনি কাউকোকে। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুকে প্রথম একাদশে রাখছিলেন ঘুরিয়ে-ফিরিয়ে। অনিরুধ থাপাকে বদলি ফুটবলার হিসেবে কাজে লাগাতে শুরু করেন হাবাস। ডিফেন্স লাইনের কম্বিনেশেও কিছু বদল করেন। ম্যাচ হিসেবে সাজাতে শুরু করেন দলের পরিকল্পনা। তারথেকেও বড় কথা, বদলে দিয়েছেন ফুটবলারদের মানসিকতা। মোহনবাগান সুপার জায়ান্টের এবারের স্কোয়াডে যে প্রতিভার অভাব নেই সেটা হাবাস বুঝেছিলেন।

হুয়ান ফেরান্দোর সময় দল বেশ কিছু ম্যাচে জয় লাভ করলেও ফুটবলারদের শরীরীভাষা মোহনবাগান সমর্থকদের অনেকেরই ভালো লাগছিল না। স্কোয়াডে এতো নামীদামী খেলোয়াড়, সেই অনুযায়ী পারফরম্যান্স কোথায়? ফেরান্দোর আমলে উঠেছিল এই প্রশ্ন।

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গতকালের ম্যাচে হাবাসের তুরুপের তাস ছিলেন লিস্টন কোলাসো। কোলাসোকে শুরু থেকে খেলিয়ে প্রতিপক্ষের ওপর বাড়িয়েছিলেন চাপ। আত্মবিশ্বাস ফিরে পেয়ে কোলাসো নিজের সহজাত খেলা খেলতে শুরু করেছিলেন। তাতেই হয়েছে গোল। লিড নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামা জেসন কামিন্স মুম্বই সিটি এফসির অবিন্যস্ত রক্ষণের সুযোগ নিয়ে বাগানের হয়ে করেন জয় সূচক গোল।

ম্যানুয়েল কাসকালা জানিয়েছেন, “এফসি গোয়া ম্যাচের পর কোচ হাবাস বলেছিলেন, ‘আপনারা যদি আমাকে এবং আমার কাজের ওপর আস্থা রাখেন, তাহলে আমরাই চ্যাম্পিয়ন হব।’ দেখুন, আমরা সত্যি চ্যাম্পিয়ন হয়েছি।”