Kolkata Metro: যান্ত্রিক গোলযোগের জেরে বন্ধ মেট্রো পরিষেবা! চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের

ব্যস্ত সময়ে ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট! দাঁড়িয়ে একের পর এক ট্রেন। কাজে বেরিয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে যাত্রীরা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল…

Kolkata Metro Rail

ব্যস্ত সময়ে ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট! দাঁড়িয়ে একের পর এক ট্রেন। কাজে বেরিয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে যাত্রীরা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে সেটি ছাড়া সম্ভব হয়নি। এর ফলে আপ ও ডাউন লাইনে থমকে যায় ট্রেন চলাচল। 

স্টেশনে স্টেশনে ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ভাগ ভাগ করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আপাতত দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলছে। ইতিমধ্যেই মেট্রোর টিম যান্ত্রিক গোলযোগ মেটানোর চেষ্টা শুরু করেছে। অফিস টাইমে মেট্রো গোলযোগের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  

বিভিন্ন স্টেশনে ঘোষণা করে ট্রেন চলাচলে সমস্যার কথা জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, যে সব স্টেশনে আপাতত পরিষেবা মিলছে না সেখান থেকে নতুন টোকেন ইস্যু করা হচ্ছে না। একই সঙ্গে ওই সমস্ত স্টেশনে যাওয়ার টিকিটও অন্য স্টেশন থেকে দেওয়া হচ্ছে না। স্মার্ট কার্ড পাঞ্চের বিষয়েও যাত্রীদের সতর্ক করা হচ্ছে ঘোষণার মাধ্যমে।  

এদিকে যান্ত্রিক গোলযোগের জন্য শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রোটি আর এগোতে পারেনি। সমস্ত যাত্রীদের ওই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আপাতত খালি রেকটিকে দ্রুত সরানোর চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মেট্রোটিকে এখনও সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেই কারণেই পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।