ভারতের ওয়েস্ট ইন্ডিজ (India-West Indies) সফরের আনুষ্ঠানিক সূচনা হবে ১২ জুলাই ডমিনিকাতে প্রথম টেস্ট খেলে। আর শেষ হচ্ছে ১৩ই আগস্ট, টি টোয়েন্টি ম্যাচ খেলে, ফ্লরিডাতে। ভারতে সমস্ত ম্যাচ দেখানোর দায়িত্ব টিভির পর্দায় স্পোর্টস ১৮ এবং ডিজিটাল দুনিয়ায় ভায়াকম ১৮ এর।
১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারতের প্রথম টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। চলবে ১৬ তারিখ অবধি, ডমিনিকাতে। ত্রিনিদাদে শুরু হবে দ্বিতীয় টেস্ট, ২০ তারিখ থেকে। এরপর রয়েছে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ- ২৭ এবং ২৯এ জুলাই, এবং ১লা আগস্ট। প্রথম দুটি হবে বার্বাডোজে, শেষেরটি ত্রিনিদাদে।
রয়েছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও। প্রথমটি, অর্থাৎ ৩রা আগস্টের টি টোয়েন্টিটি হবে ত্রিনিদাদে। পরের দুটি, অর্থাৎ ৬ এবং ৮ অগস্টের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানাতে। ১২ এবং ১৩ অগস্টের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।
তিনটি টেস্টের প্রথম দুটি টেস্ট ভারতে সন্ধ্যে ০৭:৩০ এবং তৃতীয়টি দেখানো হবে ৭টা থেকে। আন্তর্জাতিক একদিনের তিনটি ম্যাচই দেখানো হবে সন্ধ্যে ৭টা থেকে। তিনটি টি টোয়েন্টি ম্যাচ দেখানো হবে রাত ৮টা থেকে।