আদিবাসীদের ধর্ম সারনা। সেই ধর্মের স্বীকৃতি চেয়ে বনধ ডেকেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। বনধের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে ট্রেন চলাচল। উত্তর দিনাজপুরের ডালখোলায় (dalkhola) চলছে অবরোধ। এর ফলে গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি হয়ে ট্রেন চলাচল থমকে আছে।
বৃহস্পতিবার ভোর থেকে ডালখোলা রেলগেট অবরোধ করে আদিবাসী সেন্দেন। রেল সূত্রে খবর, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, শতাব্দী ও অবোধ অসম এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। আটকে ইন্টারসিটি।
ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রেলগেটে মোতায়ন রয়েছে। বনধ তুলতে চলছে আলোচনা।
আদিবাসী সেঙ্গেল অভিযান জানাচ্ছে, ঐতিহ্যবাহী সারনা ধর্মকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মালম্বীদের হাত থেকে দখলমুক্ত করে আদিবাসীদের হাতে ফিরিয়ে দিতে হবে। অনৈতিকভাবে কুর্মি মহাতোদের এসটি তালিকাভুক্ত করার চক্রান্ত চলছে। তার প্রতিবাদ চলছে।