কিছুদিন আগেই নুনো রেইসকে (Nuno Reis) সই করিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটা সময় কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবে তাঁর যোগদানের কথা শোনা গেলেও সেটা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত বাজিমাত করে গতবারের শিল্ড জয়ীরা। তারপর গত কয়েকদিন আগেই শহরে আসেন এই পর্তুগিজ তারকা। নয়া ফুটবল মরসুমের কথা মাথায় রেখে ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁকে সই করিয়েছে ময়দানের এই প্রধান। এক কথায় যা বিরাট চমক।
তবে শহরে আসার পর আর সময় নষ্ট করেননি এই তারকা। সামান্য বিশ্রাম নিয়েই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন নুনো রেইস। মূলত তাঁকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের কথা মাথায় রেখেই তাঁকে দলে টেনেছে সবুজ-মেরুন। সেক্ষেত্রে হয়তো রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন দলের আরেক ডিফেন্ডার। যদিও এখনও পর্যন্ত সেটি স্পষ্ট নয়। যতদূর জানা গিয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁকে নামানোর আগে এই পর্তুগিজ তারকাকে হয়তো দেখে নিতে পারেন বাগান কোচ জোসে মোলিনা।
এসবের মাঝেই উঠে আসলো এক নয়া তথ্য। ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন বেঙ্গালুরু এফসি ম্যাচের জন্য দলের সাথে এই তারকা ফুটবলারকে উড়িয়ে নিয়ে গিয়েছে বাগান ব্রিগেড। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখনও পর্যন্ত আইএসএলে এই তারকার রেজিট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হলেও দলের পারফরম্যান্স দিকে নজর রাখার জন্যই হয়তো তাঁকে সঙ্গে নিয়েছেন এই স্প্যানিশ কোচ। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮শে সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান।
সেক্ষেত্রে তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখতে পারেন মোলিনা। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই ডুরান্ড কাপের সেমিফাইনালে সুনীল ছেত্রীদের পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল মেরিনার্সরা। এবার নিজেদের ঘরের মাঠে সেই হারের বদলা নিতে চাইবেন জর্জ পেরেইরা দিয়াজরা।