‘চিরঘুমে’ অস্কার জয়ী অভিনেত্রী ম্যাগি স্মিথ

শুক্রবার লন্ডনে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনেত্রী ম্যাগি স্মিথ(Maggie Smith)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর । অভিনেত্রী…

Maggie Smith British actress
শুক্রবার লন্ডনে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হ্যারি পটারের প্রফেসর ম্যাকগোনাগলের চরিত্রে অভিনেত্রী ম্যাগি স্মিথ(Maggie Smith)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর । অভিনেত্রী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দুই ছেলে ক্রিস লারকিন এবং টবি স্টিফেনস। অভিনেত্রীর পরিবারের দাবি, মৃত্যুর সময় অভিনেত্রী তাঁর প্রিয়জনদের সঙ্গেই ছিলেন।
 
পাশাপাশি তাদের মাকে এত সুন্দরভাবে যত্ন নেওয়ার জন্য হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ক্রিস এবং টবি। পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় “ডেম অর্থ্যাৎ ম্যাগী স্মিথ লন্ডনের একটি হাসপাতালে মারা গিয়েছেন। ডেম দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রেখে গিয়েছেন। তিনি খুব ভালো মা এবং দাদী ছিলেন। তিনি তার সময়ের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন। পর্দায় তাঁর অভিনয় ছিল নজরকাড়া। তিনি সবসময় আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন।”