দুর্গাপুজো-দিওয়ালীতে ৫৯৭৫ টি বিশেষ ট্রেন চালাবে রেল

আসন্ন দুর্গাপুজো ও দিপাবলী উপলক্ষ্যে প্রায় ৬০০০ টি বিশেষ নতুন ট্রেন চালাতে পরিকল্পনা করছে ভারতীয় রেল (Indian Railway)। দুর্গাপুজো, দিওয়ালি এবং তারপর ছট। এই সময়…

Railway Recruitment Board

আসন্ন দুর্গাপুজো ও দিপাবলী উপলক্ষ্যে প্রায় ৬০০০ টি বিশেষ নতুন ট্রেন চালাতে পরিকল্পনা করছে ভারতীয় রেল (Indian Railway)। দুর্গাপুজো, দিওয়ালি এবং তারপর ছট। এই সময় আগামী দুমাস প্রচুর মানুষ রেল যাত্রা করেন। তাই সেইকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। 

কেরালার এটিএম ডাকাতির ঘটনায় তামিলনাড়ু পুলিশের পদক্ষেপ, এনকাউন্টারে নিহত এক, গ্রেফতার ৭

   

প্রতি বছরই এই অক্টোবর-নভেম্বর মাস উৎসবের মরসুম। ওই সময়ে দূরপাল্লার ট্রেনগুলির ওপর যাত্রীদের চাপ অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি থাকে। সেই চাপ সামলানোর জন্য প্রতি বারই বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেল। এবারও সেই পথ অনুসরন করেছে রেল কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, গত বছরের তুলনায় এ বছর প্রায় দেড় হাজার বেশি অর্থ্যাৎ মোট ৫৯৭৫টি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বাড়ানো হবে এই ট্রেন। গত বছর বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৪৪২৯টি। 

আর্থিক সংকটে অশান্ত মালদ্বীপ, ‘শান্তি’ খুঁজতে ভারতে আসছেন মইজ্জু

বাইরের রাজ্যে কর্মরত বহু মানুষ ওই সময় বাড়ি ফেরেন। ফলে সেই সময় দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের চাপ থাকে স্বাভাবিক ভাবেই অন্য সময়ের তুলনায় বেশি। দূরপাল্লার ট্রেনগুলির উপরে যাতে যাত্রীচাপ বেশি না হয় এবং যাত্রীসাচ্ছন্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ। 

কাশ্মীর নির্বাচনে জিতলেই শুরু হবে ‘POK’ দখলের কাজ, দাবি বিজেপির

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষ ট্রেন চালানো ছাড়াও ১০৮টি ট্রেনে অতিরিক্ত অসংরক্ষিত কামরা বা জেনারেল কোচ জুড়ে দেওয়া হবে। তিনি আরও জানান, এই উৎসবের মরসুমে আরও এক কোটি বেশি মানুষ রেল পরিষেবার সুযোগ পাবেন।