Mohammedan SC: সুখবর, চেরনিশভের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে মহামেডান

গত ফুটবল মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)।‌ সেইমতো দলের পুরানো কোচ আন্দ্রে চেরনিশভের হাতে দায়িত্ব তুলে দেয়…

Andrey Chernyshov

গত ফুটবল মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)।‌ সেইমতো দলের পুরানো কোচ আন্দ্রে চেরনিশভের হাতে দায়িত্ব তুলে দেয় ম্যানেজমেন্ট। বলতে গেলে, এই রাশিয়ান কোচের তত্ত্বাবধানেই মরশুমের শুরুতে কলকাতা লিগ জয় করে দল। তারা তিনবার কলকাতা লিগ জয়। এক অভূতপূর্ব সাফল্য।

তবে দলের সমর্থকদের সকলের আবদার ছিল আই লিগ। পুরনো সমস্ত কিছু ভুলে নতুন মরশুমে আইলিক জয় করাই অন্যতম লক্ষ্য ছিল সাদা-কালো ব্রিগেডের। তাই কলকাতা লিগের ধারাবাহিকতা তারা বজায় রাখে দেশের দ্বিতীয় ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্টে।

শক্তিশালী আইজল এফসিকে পরাজিত করে যাত্রা শুরু করেছিল ময়দানের এই তৃতীয় প্রধান। পরবর্তীতে ম্যাচে এগোনোর সাথে সাথে বজায় থাকে সেই ছন্দ। চার্চিল ব্রাদার্স হোক কিংবা ইন্টারকাশি সকলের বিপক্ষে অতি সহজ জয় পেতে থাকে ব্ল্যাক প্যান্থার্সরা। আইলিগের প্রথম লেগে একেবারে অপরাজিত থাকে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দ্বিতীয় লেগে শুরুতে ধাক্কা খেতে হলেও সেখান থেকে চেরনিশভের হাত ধরেই‌ ঘুরে দাঁড়ায় দল।

তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অবশেষে আসল সেই দিন। ৬ এপ্রিল। শিলং লাজংকে পরাজিত করে আইলিগ চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব। দলের তরুণ প্রতিভা ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে অ্যালেক্সিস গোমেজের মতো ফুটবলারদের সক্রিয়তায় এসেছে সাফল্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আপামর মহামেডান দলের সমর্থকদের কাছে ভরসার আরেক নাম হয়ে উঠেছেন কোচ আন্দ্রে চেরনিশভ। তাই মরশুম শেষের দিকেই তাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ম্যানেজমেন্ট।

একটি জনপ্রিয় মাধ্যম তরফে জানা গিয়েছে, এবার হয়ত বাড়ানো হতে পারে চুক্তি। যার দরুণ আগামী তিনটি মরশুমের জন্য মহামেডান স্পোটিং ক্লাবের দায়িত্ব সামলাবেন চেরনিশভ। তাই নতুন মরশুমের জন্য পুরনো কোচের কথা মেনেই দল সাজাতে পারে সাদা-কালো ব্রিগেড। সেক্ষেত্রে বেশ কিছু বদল আনা হতে পারে দলের মধ্যে।