SAFF Championship: কুয়েতের বিপক্ষে নামার আগে যথেষ্ট সাবধানী ভারতীয় দলের কোচ

আগামীকাল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে তাদের মুখোমুখি হতে হবে কুয়েতের বিপক্ষে। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পাকিস্তান…

Indian Team Coach

আগামীকাল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে তাদের মুখোমুখি হতে হবে কুয়েতের বিপক্ষে। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নেপালকে হারানোর দরুন অতি সহজেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গিয়েছে সুনীল ব্রিগেড। তবে কুয়েতের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন ইগর স্টিমাচ। তবে নিজেদের সেরাটা দিতে কোনো পর্যায় থেকেই খামতি রাখতে চাইছে না ব্লু টাইগার্স।

পয়েন্ট টেবিল অনুসারে ইতিমধ্যেই এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে এই দুই দেশ। অর্থাৎ ভারত ও কুয়েত। দুই ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ছয়। সেইসাথে গোল পার্থক্য ও সেই ছয়। সেজন্য দুই দলের কাছেই ভাবনা থাকবে যেনতেন ভাবে কালকের ম্যাচ জিতে এক নম্বরে শেষ করতে। তবে এই ম্যাচ নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ ভারতীয় দলের হেড কোচ।

সাংবাদিকদের তরফ থেকে তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে স্টিমাচ বলেন, ফলাফলের নিরিখে দেখলে এখন খুব একটা পার্থক্য নেই। তবে আসন্ন সেমিতে এর থেকে অনেক সহজ প্রতিপক্ষ আমাদের আসতে চলেছে। আমরা মূলত অন্যান্য ম্যাচ গুলির মতোই এটিকে দেখব। এবং নিজেদের মতো করে জেতার চেষ্টা করব। পাশাপাশি ক্লিনশিট রাখার ও প্রয়াস থাকবে আমাদের। সেক্ষেত্রে যদি ম্যাচ ড্র হয় তাতে ও খুব একটা সমস্যা হওয়ার নয়। আমাদের মূলত একটি বৃহৎ পর্যায়ের কথা ভেবেই খেলতে নামতে হবে। প্রত্যেক ম্যাচ জিততে পারলে খুবই ভালো। নতুবা ট্রফি জেতার লক্ষ্য থাকবে আমাদের।

তবে পরিসংখ্যান দেখলে বোঝা যায়, এখনো পর্যন্ত মোট তিনবার দেখা হয়েছে উভয়পক্ষের মধ্যে। যার মধ্যে ভারত জিতেছে একবার ও কুয়েত জিতেছে দুইবার। গত ২০১০ সালে শেষ বারের মতো খেলেছিল দুই দেশ। যেখানে ৯-১ গোলে পিঁছু হটতে হয়েছিল ভারত কে। তার আগে ২০০৪ সালে কুয়েত কে ৩-১ হারিয়ে এসেছিল ব্লু টাইগার্স। তবে এবারের এই ম্যাচে কি হয় এখন সেটাই দেখার। তবে ফিফা তালিকার ভিত্তিতে কুয়েত অনেকটা পিছিয়ে থাকলেও তাদের ছোটো করে দেখতে নারাজ স্টিমাচ।