Wednesday, November 29, 2023
HomeSports NewsCFL: টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বিবৃতি দিল আইএফএ

CFL: টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বিবৃতি দিল আইএফএ

গতকাল থেকে ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা লিগ (CFL)। বহুদিন পর যেখানে আবার ও অংশগ্রহণ করেছে কলকাতার তিন প্রধান ক্লাব। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। সেইসাথে বেড়েছে এবার দলের সংখ্যা। গতবারের সমস্ত কিছু বদলে, এবার থেকে নতুন ফরম্যাটের দরুন দলের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ টি।

   

কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটি ছিল যে আদৌ কি সেই চেনা ছবি ধরা দেবে তিন প্রধানের গ্যালারিতে? যেই সমস্ত ম্যাচ দেখার জন্য আগে হাজার হাজার সমর্থক ময়দানে ভিড় করত, তাদের কি দেখা মিলবে আবার, কিংবা অপেক্ষাকৃত ছোট দলগুলোর ম্যাচ দেখতে ও বা আসবে কতজন। এই সমস্ত প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল বারংবার।

এই নিয়ে এবার যথেষ্ট আশাবাদী থাকলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক বছর যত মানুষ ফুটবল মাঠে আসেন, তার থেকে ও বেশি মানুষ টিভি কিংবা অন্যান্য মাধ্যমে খেলা দেখেন। শেষ ডার্বিতে যদি মাঠের দর্শকের হিসেবে দেখা হয় তাহলে তা ৬০ হাজারের কাছাকাছি হবে। কিন্তু গনমাধ্যমে সেই ম্যাচ দেখার সংখ্যাটা প্রায় ৪৮ লক্ষের কাছাকাছি। তাই সেই ৪৮ লক্ষের মধ্যে ও যে কম করে ৬০ হাজার মানুষ মাঠে উপস্থিত থাকবেন না, তা একেবারেই ভুল কথা। অর্থাৎ এই ফুটবল লিগের ম্যাচ গুলিতে মানুষের যে বিপুল সাড়া পাবেন, তা নিয়ে যথেষ্ট বিশ্বাসী তিনি।

তবে কোথা থেকে পাওয়া যাবে এই লিগের সমস্ত টিকিট? এই নিয়ে ও এবার বিশেষ বার্তা দিলেন আইএফএ সচিব। তিনি জানান, মূলত তিন প্রধানের ম্যাচের টিকিট তাদের নিজস্ব ক্লাব থেকেই দেওয়া হবে। তাছাড়া অনলাইন টিকিটের ও ব্যবস্থা থাকছে। তাই চাইলে সেখান থেকে ও টিকিট কাটা যাবে। সেইসাথে টিকিট গুলি সংগ্ৰহ করার জন্য বিশেষ সেন্টার নির্মান করা হবে। যেখান থেকে দর্শকরা নিজেদের টিকিট নিতে পারবে।

Latest News