Chennaiyin FC: নর্থইস্টের বিপক্ষে সহজ জয় চেন্নাইয়িনের, চাপে ইস্টবেঙ্গল

দুরন্ত ফার্মে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। নির্ধারিত সূচির দরুন আজ সন্ধ্যায় হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল চেন্নাইয়িন। প্রথম দিকে পিছিয়ে পড়তে হলেও…

Chennaiyin FC Secures Comfortable Victory Against North East United

দুরন্ত ফার্মে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। নির্ধারিত সূচির দরুন আজ সন্ধ্যায় হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল চেন্নাইয়িন। প্রথম দিকে পিছিয়ে পড়তে হলেও পরবর্তীতে নিজেদের ছন্দে ফিরে আসে ওয়েন কোয়েলের ছেলেরা। সেখান থেকেই আসে জয়। ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে তিন পয়েন্ট তুলে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব।‌ গোল পান যথাক্রমে আকাশ সাঙ্গওয়ান এবং অনিকেত মুখার্জি। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে একটি মাত্র গোল করেন জিথিন মাদাথিল সুব্রান।‌ এই জয়ের ফলে প্লে-অফের জন্য বেশ কিছুটা এগিয়ে গেল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

সময় যত এগোচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লড়াই। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের জন্য পাঁচটি দল আগেই নিজেদের স্থান পাকা করে ফেলেছে। তবে ষষ্ঠ স্থানের জন্য লড়াই করে চলেছে একের পর এক ফুটবল দল। যাদের মধ্যে গত কয়েক দিন আগেই ছিটকে গিয়েছে পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসির মত ক্লাব।‌

তবে এখনো এই লড়াইয়ে টিকে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আগামীকাল তাদের লড়াই করতে হবে পাঞ্জাব এফসির বিপক্ষে। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা থাকবে তাদের। তবে সেখানেই শেষ নয়। নির্ভর করতে হবে টুর্নামেন্টের বাকি দল গুলির উপর।

তবে নিজেদের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে হবে জর্ডানদের। এই ম্যাচে জয় পেলে বাকিদের সবাইকে পিছনে ফেলে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে চেন্নাইয়িন এফসি। তবে এই ম্যাচে চেন্নাইয়িন পরাজিত হলে এবং ইস্টবেঙ্গল কালকের ম্যাচে জয় পেলে সমীকরণের ক্ষেত্রে এগিয়ে থাকবে কলকাতা ময়দানের এই প্রধান। তবে সবটাই এখন নির্ভর করছে আসন্ন দুই ম্যাচের উপর।