East Bengal: লাল-হলুদে আসবেন রবিনহো? তুঙ্গে জল্পনা

নতুন সিজনের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগ এখনো পর্যন্ত শেষ না হলেও এইতো টুর্নামেন্টে বেশ কিছু ফুটবলারদের…

Speculations Arise as Robinho's Potential Move to East Bengal Emerges

নতুন সিজনের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগ এখনো পর্যন্ত শেষ না হলেও এইতো টুর্নামেন্টে বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছে পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদিহ তালালকে। দুইটি মরশুমের জন্য কলকাতায় আসতে চলেছেন তিনি। ‌

পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারদের নামও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। তবে ক্লাবের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না করা হলেও মনে করা হচ্ছে এই মরশুমের শেষেই নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে লাল-হলুদ ব্রিগেড।

তার অপেক্ষায় সকলে। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে রবসন‌ অ্যাসিভেডো দ্যা সিলভার নাম। ফুটবলের দুনিয়ায় রবিনহো নামেই অধিক পরিচিত তিনি। চলতি মরশুমে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন এই বিদেশি তারকা। মোট ১১ টি ম্যাচ খেলে ৮টি গোল এবং ৮টি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। তবে শুধু বাংলাদেশের লিগ নয়। এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেও যথেষ্ট নজর কেড়েছেন তিনি। সেই টুর্নামেন্টে দুইটি গোলও রয়েছে তার ঝুলিতে। এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গেই নাকি বহুদিন ধরেই কথাবার্তা চালাচ্ছে ইমামি ম্যানেজমেন্ট।

বিভিন্ন সূত্র মারফত খবর, ইস্টবেঙ্গল ক্লাবের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা অনেকটাই ইতিবাচক এই ফুটবলারের। তাই আসন্ন এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখে এই তারকাকে লাল-হলুদ জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে সমর্থকদের।‌ যদিও কোন কিছুই চূড়ান্ত নয় এখনো অব্দি। ‌