কল্যাণ চৌবেকে প্রেসিডেন্ট চাইছেন মানস ভট্টাচার্য

  মোহনবাগানের প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) চাইছেন নতুন ফেডারেশনের প্রেসিডেন্ট হোক মোহনবাগানেরই প্রাক্তন ফুটবলার, বর্তমানে বিজেপি-র অন্যতম সদস্য কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।…

Kalyan Chaubey

 
মোহনবাগানের প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য (Manas Bhattacharya) চাইছেন নতুন ফেডারেশনের প্রেসিডেন্ট হোক মোহনবাগানেরই প্রাক্তন ফুটবলার, বর্তমানে বিজেপি-র অন্যতম সদস্য কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।

 

শুক্রবার ফেডারেশনের নির্বাচন। প্রেসিডেন্ট পদে কল্যাণের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। বৃহস্পতিবার ফোনে কথা বলার সময় মানস ভট্টাচার্যের সোজাসাপটা বিশ্লেষণ, “রাজনীতিবিদ নই আমি। একজন প্রাক্তন ফুটবলার হিসেবে আমার ইচ্ছে ভাইচুং নয়, ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হোক কল্যাণ চৌবে।” কারণটাও চাঁচাছোলা ভাষায় বলে দিলেন বর্তমানে ডায়মন্ডহারবার এফসি-র সাধারণ সচিব। “কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হলে ভবিষ্যতে বাংলার ফুটবলের সামগ্রিকভাবে উন্নয়ন যেটুকু হবে, প্রেসিডেন্টের চেয়ারে ভাইচুং বসলে সেটাও হবে না। কল্যাণের নেতৃত্বে বাংলার ফুটবলের উন্নয়ন অগ্রাধিকার পাবে। বাংলার ফুটবলের উন্নতি গত ১৬-১৭ বছরে তো কিছুই হয়নি। বাংলা থেকে ফেডারেশনে যে প্রতিনিধি ছিলেন এত বছর, তিনিও বিশেষ কিছুই করার চেষ্টা করেননি। শুধু প্রাক্তন প্রেসিডেন্টের ধামাধরা হয়েই ছিলেন। কল্যাণ প্রেসিডেন্ট হলে আমার আশা বাংলার ফুটবলের সামগ্রিক উন্নয়ন হবে।

তাছাড়া এর আগেও কল্যাণ প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিল মোহনবাগানে, অ্যাকাডেমির কাজ দক্ষ হাতেই সামলেছে, গ্রাসরুট ডেভেলপমেন্টের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। তাই ও-ই যোগ্য প্রার্থীএবং আমার অনুমান কল্যাণের জেতার সম্ভাবনাই বেশি।” প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফুটবলারদের অন্তর্ভূক্তি আখেরে ফুটবলেরই উন্নতি করবে বলে ধারণা প্রাক্তন ফুটবলারের। তার ধারণার সমর্থনে বিশ্বফুটবলে প্লাতিনি, বেকেনবাওয়ার, জর্জ উইয়াদের উদাহরণ দিলেন তিনি। কিন্তু ফিফার নির্দেশে ফেডারেশনের নির্বাচনে প্রাক্তন ফুটবলারদের যে ভোটাধিকার নিষিদ্ধ হয়ে গিয়েছে তাকে সমর্থন করলেন মানস ভট্টাচার্য! বললেন, “ভাল হয়েছে। ৩৬জন প্রাক্তন ফুটবলারের ভোটাধিকারের নিয়মটা করা হয়েছিল বিশেষ একজনের স্বার্থে!”

ডায়মন্ডহারবার এফসি এই মুহূর্তে কলকাতা লিগের প্রথম ডিভিশনের লিগ টেবিলে শীর্ষে রয়েছে। লিগে তাদের খেলা শেষ হওয়ার পরই ডায়মন্ডহারবার লোক্সভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের দলকে নিয়ে এমপি কাপ শুরু হবে। মানস ভট্টাচার্য জানালেন লিগে খেলে সেই টুর্নামেন্টেরও প্রস্তুতি নেওয়া হয়ে যাছে।