I League : বাগান থেকে লোনে গিয়ে দারুণ ফুটবল খেলছেন উদীয়মান তারকা

সই করিয়েছিল এটিকে মোহন বাগান। এখন লোনে গিয়েছেন রাজস্থান ইউনাইটেডে। শনিবার আই লিগের (I League) ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিকি শাবং (Ricky Shabong)। ২০২১…

সই করিয়েছিল এটিকে মোহন বাগান। এখন লোনে গিয়েছেন রাজস্থান ইউনাইটেডে। শনিবার আই লিগের (I League) ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিকি শাবং (Ricky Shabong)।

২০২১ সালে এটিকে মোহন বাগানে সই করেছিলেন তিনি শাবং। সেখান থেকে ২০২২ সালের মরশুমে লোনে রাজস্থান ইউনাইটেডে। শিলংয়ের এই ফুটবলারের বয়স মাত্র ১৯। মাঝমাঠে খেলতে বেশি পছন্দ করেন। রাজস্থানের দলটির হয়ে ইতিমধ্যে খেলেছেন একাধিক ম্যাচ। কোনো গোল না থাকলেও মাঝ মাঠে খেলা তৈরি করার ক্ষেত্রে নৈপুণ্যতা দেখিয়েছেন তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নৈহাটি মাঠে মুখোমুখি হয়েছিল রাজস্থান ইউনাইটেড এবং ট্রাউ। জয় ছিনিয়ে নিতে বিশেষ বেগ পেতে হয়নি রাজস্থানের টিমকে। ০-২ ব্যবধানে ম্যাচ জিতেছে দল। সেরা নির্বাচিত হয়েছেন রিকি। আই লিগের সাতটি ম্যাচের প্রথম একাদশে তাঁকে দলে রেখেছিলেন ইউনাইটেডের কোচ।

চলতি আই লিগ ক্রম তালিকায় আপাতত প্রথম স্থানে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আট ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট ১৯। দ্বিতীয় স্থানে থাকা গোকুলাম কেরল এফসির পয়েন্ট ১৮। রাজস্থান ইউনাইটেড রয়েছে পঞ্চম স্থানে। আট ম্যাচে তারা পেয়েছে তেরো পয়েন্ট।