Hugo Boumous: সুপার কাপের পরেই সবুজ-মেরুন ছাড়ছেন বুমোস? মিলল ইঙ্গিত

চলতি মরশুমে সবুজ-মেরুনের (Mohun Bagan Club) আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হুগো বুমোস (Hugo Boumous)।

Hugo Boumous, the French midfielder, in a white Mohun Bagan jersey.

চলতি মরশুমে সবুজ-মেরুনের (Mohun Bagan Club) আইএসএল জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হুগো বুমোস (Hugo Boumous)। দলের আক্রমণ তৈরি করার পাশাপাশি একাধিক ম্যাচ জেতানোর নায়ক ও হয়েছিলেন তিনি। বলাবাহুল্য, এবারের এই আইএসএল মরশুমে এটিকে মোহনবাগান শিবিরে দক্ষ স্ট্রাইকারের অভাব থাকলেও ম্যাচে তার প্রভাব বুঝতে দেননি এই মরোক্কান তারকা। সাথে ছিলেন ম্যাকহিউ ও দিমিত্রি পেত্রাতোস।

তবে এতকিছুর পরে ও কোনো ভাবেই যেন বুমোস কে মেনে নিতে পারেননি স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। মরশুমের শুরু থেকেই একাধিক খুঁটিনাটি বিষয় নিয়ে কোচের সঙ্গে বিতর্ক জড়িয়েছেন বুমোস। দলে রাখার আগ্ৰহ না থাকলেও দলের চোট আঘাতের কথা মাথায় রেখে বুমোস কে মাঠে নামাতে বাধ্য ছিলেন বাগান কোচ। তবে আইএসএলের ফাইনালে ম্যাচের পর বুমোসের বিষ্ফোরক মন্তব্যের পর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। তাহলে কি এবার দল ছাড়ছেন হুগো বুমোস?

   

বর্তমানে ময়দানে কান পাতলে ঠিক এমনটাই শোনা যাচ্ছে। চলতি মরশুমের শুরু থেকেই দক্ষ ফরোয়ার্ডের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান শিবির। তাই আইএসএল শেষ হওয়া মাত্র ই তরুণ ফরোয়ার্ডের খোঁজ শুরু করে দিয়েছে এটিকে ম্যানেজমেন্ট। অন্যদিকে চোট কাটিয়ে অনেকটাই ফিট হয়ে গিয়েছেন জনি কাউকো। এবারের সুপার কাপে খেলতে না পারলেও আগামী মরশুমে তার দলে থাকা নিশ্চিত। সেইসাথে আক্রমণ ভাগ কে পিছন থেকে সাহায্য করার জন্য থাকছেন দিমিত্রি পেত্রাতোস। এছাড়াও উইংয়ে রয়েছেন আশিক কুরুনিয়ান ও লিস্টন কোলার মতো খেলোয়াড়রা।

এই পরিস্থিতিতে দলের প্রথম একাদশে একেবারেই অনিশ্চিত হুগো বুমোস। তাই আগামী মরশুমে তার দল ছাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাহলে ঠিক কোথায় আসতে পারেন বুমোস? এক্ষেত্রে তাকে নেওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে থাকছে প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে আগামী মরশুমের জন্য সার্জিও লোবেরা কে দায়িত্ব দিচ্ছে লাল-হলুদ শিবির। যার হাত ধরে একটা সময় এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে দাপিয়ে খেলেছিলেন বুমোস। তাই সব ঠিকঠাক থাকলে নিজের পুরোনো গুরুর কাছে ফিরতেই পারেন এই মরোক্কান তারকা। কিন্তু তার আগে সবুজ-মেরুন জার্সিতে সুপার কাপ খেলবেন এই তারকা।