সুপার কাপের অনুশীলনে লিস্টনকে বাড়তি নজর ফেরেন্দোর, কি করছেন সবুজ-মেরুন কোচ?

চলতি মরশুমে আইএসএল জেতার পর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে এটিকে মোহনবাগান। একটা সময় যাদের নকআউট খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা তারাই এবারের ভারতসেরা।

Liston Colaco and Juan Ferrando during a Super Cup match

চলতি মরশুমে আইএসএল জেতার পর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে এটিকে মোহনবাগান। একটা সময় যাদের নকআউট খেলা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা তারাই এবারের ভারতসেরা। সেই আনন্দে এখনো মাতোয়ারা আপামর সবুজ-মেরুন সমর্থকরা। যদিও এই আনন্দে আত্মহারা হতে চাননা বাগান হেডস্যার হুয়ান ফেরেন্দো। সামনেই সুপার কাপ। যা খাটো করে দেখতে নারাজ তিনি।

আসন্ন এই কাপ টূর্ণামেন্ট জিতে এফসি কাপের পথে পা বাড়াতে চান এই স্প্যানিশ কোচ। এবারের আইএসএলের দ্বিতীয় লেগ থেকে দল ঘুরে দাঁড়ালেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে লিগশিল্ডের শিরোপা। যারফলে এফসি চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ আসেনি তাদের হাতে। তাই সুপার কাপ জিতে এফসি কাপের ছাড়পত্র পেতে মরিয়া প্রীতমরা। সেইমতো গত ২রা এপ্রিল থেকে খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন ফেরেন্দো।

প্রথমদিকে সমস্ত খেলোয়াড়দের দলে না পাওয়া গেলেও ধীরে ধীরে অনুশীলনে যোগ দিচ্ছেন প্রত্যেকে। আজ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল কে। গত কয়েকদিন ধরেই দলের অধিনায়ক কে সম্মান জানাতে দেখা গিয়েছিল মোহনবাগানের একাধিক ফ্যান ক্লাব কে। তবে কথামতো আজই অনুশীলনে যোগ দিলেন উত্তরপাড়ার এই তারকা।

অন্যদিকে রক্ষনের পাশাপাশি দলের দুই উইং কে শক্তিশালী করতে ও যথেষ্ট মনযোগী দেখাল সবুজ-মেরুনের হেডস্যার কে। বিশেষ করে মনবীর সিং ও লিস্টন কোলাসো কে দেওয়া হল বাড়তি স্পেস। সেইসাথে আজ দলের সঙ্গে অনুশীলন করলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। যদিও চোটের কারণে সুপার কাপে দলে থাকছেন না তিনি। কিন্তু আগামী আইএসএলের কথা ভেবে তাকে তৈরি করছেন হুয়ান ফেরেন্দো।

তবে এবার মরশুমের প্রথম থেকেই অফ ফর্মে ছিলেন গোয়ান তারকা লিস্টন কোলাসো। গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে ঝড় তুললে ও এবার তা একেবারেই দেখা যায়নি। এবারের আইএসএলের সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করেছিলেন তিনি। যদিও ট্রাইবেকারের মাধ্যমে জয় ছিনিয়ে নিয়েছিল এটিকে মোহনবাগান। তবে আসন্ন টুর্নামেন্টের কথা মাথায় রেখে তার ফর্ম ফেরাতে মরিয়া সকলে।