I-League: প্রথম ম্যাচেই অঘটন, লাজংয়ের কাছে পরাজিত ইস্টবেঙ্গল

ফের ধাক্কা। আজ নৈহাটি স্টেডিয়ামে দ্বিতীয় ডিভিশন আইলিগের (I-League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে শেষ হাসি হাসল লাজং। আজ নির্ধারিত সময়ের শেষে লাল-হলুদ শিবির কে ১-০ গোলে পরাজিত করল শিলং লাজং এফসি।

Shillong Lajong FC celebrates their victory against East Bengal Club in I-League second division.

ফের ধাক্কা। আজ নৈহাটি স্টেডিয়ামে দ্বিতীয় ডিভিশন আইলিগের (I-League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তবে শেষ হাসি হাসল লাজং। আজ নির্ধারিত সময়ের শেষে লাল-হলুদ শিবির কে ১-০ গোলে পরাজিত করল শিলং লাজং এফসি (Shillong Lajong FC)। গোলদাতা পুর্শোনোপ। অন্যদিকে আজ ভালো খেলেও গোল করতে ব্যর্থ থাকেন লাল-হলুদ ফুটবলার শুভম ভৌমিক। না হলে আজ জয় না এলে ও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল। 

উল্লেখ্য, আজ ম্যাচের প্রথম দিক থেকেই যথেষ্ট ঝাঁঝালো ভাবে প্রতিপক্ষের রক্ষনভাগে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল লাল-হলুদ ফুটবলারদের। বেশ কয়েকবার গোলের সুযোগ হলেও তা শেষ পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ থাকেন দলের ফুটবলাররা। যারফলে প্রথমার্ধের শেষে ০-০ থাকে খেলার ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে লাজং ফুটবলাররা। তাই ম্যাচের ৫০ মিনিটের মাথায় অতিসহজেই প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরিয়ে বল জালে জড়িয়ে দেন লাজংয়ের পুর্শোনোপ। তারই করা একমাত্র গোলে জয় সুনিশ্চিত করে শিলং লাজং এফসি।

অন্যদিকে এবারের ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিল না ইস্টবেঙ্গলের সিনিয়র দলের। আইএসএলে একেরপর এক ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। যারফলে লিগ টেবিলের তলানিতেই শেষ হয়েছে তাদের আইএসএল অভিযান। তবে জুনিয়রদের ক্ষেত্রে ইয়ুথ ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই দাপট দেখিয়েছিল জেসিন-হিমাংশুরা। মাঝখানে জামশেদপুরের কাছে পরাজিত হলেও মহামেডান স্পোর্টিং ক্লাব কে হারিয়ে ছন্দে ফিরেছিল বিনো জর্জের ছেলেরা। কিন্তু আইলিগ শুরু হতেই ফের মুখ থুবড়ে পড়তে হল তাদের।