Kolkata Derby: বদল আসছে ডার্বির টিকিট মূল্যে, সমান খরচ দুই প্রধানের সমর্থকদের

হাতে আর একটা দিন। তারপরেই কলকাতা ডার্বিতে (Kolkata Derby) নামছে চিরপ্রতিবন্ধী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে লাল-হলুদের হোম ম্যাচ…

Kolkata Derby

হাতে আর একটা দিন। তারপরেই কলকাতা ডার্বিতে (Kolkata Derby) নামছে চিরপ্রতিবন্ধী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে লাল-হলুদের হোম ম্যাচ হতে চলেছে এটি। গত কয়েকদিন ধরে এই ম্যাচ আয়োজন ঘিরেই দেখা দিয়েছিল যাবতীয় বিতর্ক। আসলে রবিবার সমাবেশের আয়োজন করা হয়েছে একটি রাজনৈতিক দলের তরফ থেকে।

যারফলে, এই হাইভোল্টেজ ম্যাচ এর জন্য প্রশাসনিক সাহায্য পাওয়া নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। তাই একটা সময় দিন বদলের পাশাপাশি ভেন্যু বদলের কথা শোনা গেলেও পরবর্তীতে তা আর বদল করা হয়নি। শেষ পর্যন্ত পূব নির্ধারিত দিনেই সময় পরিবর্তন করে শুরু হতে চলেছে এই ম্যাচ। সেইমতো বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল দুই প্রধানের সমর্থকদের মধ্যে।

আসলে সেখানে নূন্যতম ১০০ টাকা থেকে লাল-হলুদ গ্যালারির টিকিট মিললেও সবুজ-মেরুনের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও ইস্টবেঙ্গলের ভিআইপি টিকিটের সঙ্গেও বিস্তর ফারাক ছিল মোহনবাগানের। জানি রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল মেরিনার্সরা। পরবর্তীতে বাগান সচিব দেবাশীষ দত্তের তরফ থেকে বদলা নেওয়ার কথা উঠে আসে। তবে এখানেই শেষ নয় পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় ডার্বি। একটা সময় মোহনবাগান সমর্থকদের তরফ থেকে ডার্বি বয়কটের দাবি উঠে আসতে থাকে। আসলে দুই প্রধানের টিকিটেরই পার্থক্য কিছুতেই মেনে নিতে পারছিলেন না ফুটবলপ্রেমীরা। যদিও টিকিট সংক্রান্ত ক্ষেত্রে উভয় দলের সমর্থকদের জন্য সমান অর্থের কথাই উঠে আসে আদালতের তরফ থেকে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব।‌

যার দরুণ এবার থেকে ডার্বির টিকিটের জন্য সমান অর্থ খরচ করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের। অর্থাৎ মোহনবাগান সুপারজায়ান্টস দলের সমর্থকদের মতই খরচ বাড়ছে লাল-হলুদ ব্রিগেডের অনুগামীদের। তবে পূর্বে যারা টিকিট কেটে ফেলেছেন একমাত্র তারাই পাচ্ছেন সেই পুরোনো সুবিধা।