ATK Mohun Bagan: জামশেদপুরের বিরুদ্ধে হুগো বুমোস’ই আস্থা সবুজ-মেরুন কোচ ফেরান্দোর

দলের আক্রমণ নিয়ে কোনো প্রশ্ন নেই কারোর।কিন্তু কাঙ্খিত গোলটাই আসছেনা। চলতি মরশুমে রোজ প্রায় একই দৃশ্য দেখা যাচ্ছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ক্ষেত্রে

Juan Ferrando, Hugo Bumos

দলের আক্রমণ নিয়ে কোনো প্রশ্ন নেই কারোর।কিন্তু কাঙ্খিত গোলটাই আসছেনা। চলতি মরশুমে রোজ প্রায় একই দৃশ্য দেখা যাচ্ছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ক্ষেত্রে। অবশ্য পরের ম‍্যাচ থেকে এ বিষয় বদল আনার ব্যাপারে আশাবাদী সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো। এরপর প্রশ্ন ওঠে তাহলে কি নম্বর নাইন হিসেবে কাউকে মাঠে নামাবেন তিনি।

জবাবে এটিকে মোহনবাগান কোচ বলেছেন হুগো বুমোস ফিরছেন। এবং এক্ষেত্রে গোটা ব‍্যাপারটা হুগো বুমোসের উপর দাড়িয়ে আছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হুগো বুমোসকে পাশে নিয়ে বসেছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। অবশ্য কোচ বুমোসের দলে ফেরার কথা বললেও এদিনের অনুশীলনে বুমোসের দেখা মেলেনি।

পরবর্তী সময়ে জানা গেছে বুমোসের পায়ের টান এখনো রয়েছে। তাই দলের এই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই অনুশীলন করলো এটিকে মোহনবাগানের বাকি ফুটবলাররা। তবে এই অবস্থায় বুমোসকে নামানোর ঝুঁকি নেবে কি এটিকে মোহনবাগান ? সেটাই এখন বড়ো প্রশ্ন। অবশ্য জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে সবুজ মেরুন কোচের নজর এখন বুমোসের দিকে।

এদিকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারের পর থেকেই রীতিমতো সমর্থকদের রোষানলে পড়েছেন কোচ জুয়ান ফেরান্দো। গত ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গিয়ে সমর্থকদের দারুণ হতাশ করেছে এটিকে মোহনবাগান। এরপর সমর্থকরা ম‍্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কা কে নাগালে পেয়ে দলের কোচ জুয়ান ফেরান্দোকে সরানোর আর্জি জানিয়েছিলেন।

তারা চান সার্জিও লোবেরা কে কোচের পদে দেখতে। দাঁড়িয়ে থেকে সমর্থকদের সেই সব দাবী দাওয়া শুনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। সব মিলিয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচের আগে ভীষণ চাপের মধ্যে আছেন এটিকে মোহনবাগানের স্প‍্যানিশ কোচ।