Mohammedan SC : দলকে এগিয়ে দিয়েও জেতাতে পারলেন না মার্কোস

গোল করেছিলেন মার্কোস জোসেফ। মঙ্গলবার রাউন্ড গ্লাস পাঞ্জাবের (Round Glass Punjab) বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নৈহাটির মাঠ থেকে তবুও এল…

গোল করেছিলেন মার্কোস জোসেফ। মঙ্গলবার রাউন্ড গ্লাস পাঞ্জাবের (Round Glass Punjab) বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নৈহাটির মাঠ থেকে তবুও এল না তিন পয়েন্ট। আই লিগ (I League) ক্রম তালিকায় এক নম্বরে থাকা গোকুলাম কেরালার সঙ্গে থেকেই গেল কিছুটা পয়েন্টের পার্থক্য ।

রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে ফিরতি ম্যাচে প্রথমে গোল করেছিল মহামেডান। ২২ মিনিটে গোল করেছিলেন এগারো নম্বর জার্সিধরী ফৈজল আলি। মিনিট দুই পরেই পাঞ্জাবের গোল শোধ। স্কোরলাইন ১-১ করেছিলেন মোহনবাগানে খেলা হোসেবা বেইতিয়া। পেনাল্টি থেকে তাঁর গোল। বিরতির আগে দুই দলই করেছিল একটি করে গোল।

বাকি গোল দু’টি দ্বিতীয় অর্ধে। ম্যাচের তৃতীয় গোলটিও করেছিল সাদা কালো ব্রিগেড। গোল করেছিলেন মার্কোস জোসেফ। চলতি আই লিগে তাঁর ফর্মের কথা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি।

বাহাত্তর মিনিটে মার্কোসের করা গোল শোধ হয়েছিল ৮২ মিনিটে। এবারেও এক বিদেশি স্কোরার রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে। ইংল্যান্ড সি জাতীয় দলে খেলা কর্তিসের গোলে ফের সমতা ফেরায় তারা। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি।

রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে হেরেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিনের ম্যাচে তাই যেনতেন প্রকারে জিততে মরিয়া ছিল আন্দ্রে চেরনিসভ-এর দল। পুরো পয়েন্ট পাওয়াই লক্ষ্য ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত তা হল না।