Subrata Bhattacharya: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সুব্রত ভট্টাচার্য

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। গত মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুর ১টা নাগাদ তাঁকে ছেড়ে…

Subrata Bhattacharya

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। গত মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুর ১টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, দেশের এই প্রাক্তন ফুটবলারকে আপাতত এক সপ্তাহ বাড়িতে বিশ্রামে থাকতে হবে। খেতে হবে প্রয়োজনীয় ওষুধও। সুব্রত ভট্টাচার্যকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে তাঁর পরিবারের লোকজন এসেছিলেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মঙ্গলবার রাতে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে সুব্রত ভট্টাচার্যকে প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল। পর অবস্থা বাড়াবাড়ি হওয়ার কারণে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ‘মোহনবাগান রত্ন’কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার আগে চিকিৎসকেরা জানালেন, তাঁর রক্তে প্লেটলেট কাউন্ট আপাতত ঠিকই আছে। এখন তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে।

প্রসঙ্গত সবুজ-মেরুনের হয়ে প্লেয়ার হিসেবে ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ, IFA শিল্ড, রোভার্স কাপ, কলকাতা ফুটবল লিগ একাধিকবার জিতেছেন। বাংলার হয়ে জিতেছেন সবচেয়ে বেশি সন্তোষ ট্রফি। মোহনাবাগানের কোচ হিসেবে ১৯৯৯-২০০০, ২০০১-০২ সালে জাতীয় ফুটবল লিগ জিতেছেন। পেয়েছেন অর্জুন পুরষ্কার, বঙ্গ বিভূষণ ও মোহনবাগান রত্নও।