রোহিতরা বিশ্বকাপে ভালো খেলবে: লক্ষ্মীরতন শুক্লা

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে রোহিত শর্মার ভারত। এশিয়া কাপের ফাইনালে খেলতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচটা জিততেই হত। রোহিতদের কিন্তু…

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে রোহিত শর্মার ভারত। এশিয়া কাপের ফাইনালে খেলতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচটা জিততেই হত। রোহিতদের কিন্তু সকলেই ভেবেছিল খুব সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে চলে যাবে । শুধু তাই নয় ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ভারত

কিন্তু প্রতিযোগিতার এক প্রকার নিচু সারির দল শ্রীলঙ্কা অপ্রত্যাশিত হবেই হারিয়ে দিয়েছে ভারতকে। সেইসঙ্গে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় হয়ে গিয়েছে ভারতীয় দলের। তবে ভারতীয় দলের এশিয়া কাপ থেকে বিদায় হলেও বিশ্বকাপে এই দলটা খুব ভালো ক্রিকেট উপহার দেবে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্লা।

তিনি বলেন,‘ বিশ্বকাপ এখনও অনেক দেরি আছে। হাতে অনেক সময় পাবে টিম ইন্ডিয়া পরীক্ষার নিরীক্ষা করার জন্য। আমার মনে হয় বিশ্বকাপে এই দলটা খুব ভালো ক্রিকেট খেলবে।’

এশিয়া কাপে হারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ ব্যাটিং সেভাবে ক্লিক করেনি। যেমন ব্যাটিং করা উচিত ছিল তেমন হয়নি ভারতের। সেই সঙ্গে শ্রীলঙ্কাও খুব ভালো মানের ক্রিকেট খেলেছে। ওরা মরিয়া হয়ে ব্যাটিং করে ম্যাচ জিতেছে। এমনটা হতেই পারে। তাই বলে এই দলটাকে নিয়ে আশাহত হওয়ার কিছু নেই। আমি আশাবাদী ভারতীয় দল ঘুরে দাঁড়াবে।
ভারতীয় দলের প্রস্তুতিতে কোনও খামতি নেই বলে মনে করছেন লক্ষ্মীরতন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় দলে প্রস্তুতি সবসময় ভালই হয়। প্রস্তুতি ঠিকই আছে তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবটা ক্লিক করেনি। তবে আমার মনে হয় দুশ্চিন্তার কিছু নেই। দল ফের ভালো ক্রিকেট উপহার দেবে।’