SAFF Championship:প্রথম ম্যাচেই মুখোমুখি ভারত-পাক দল, কোথায় দেখবেন খেলা?

হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। তারপরেই সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ফুটবল দল। যেখানে প্রথম ম্যাচে তাদের খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে।…

SAFF Championship India vs Pakistan

হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। তারপরেই সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ফুটবল দল। যেখানে প্রথম ম্যাচে তাদের খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এক বলতে গেলে বিরাট এক ম্যাচের সাক্ষী থাকার অপেক্ষায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম। যা নিয়ে রীতিমতো উন্মাদনা চরমে আপামর ফুটবলপ্রেমীদের মধ্যে।

ধারেভারে প্রতিপক্ষ পাকিস্তানের থাকে অনেকটাই এগিয়ে ভারতীয় ফুটবল দল। তবে এই ম্যাচ যে সর্বদাই একটা আলাদা মাত্রা তা বলার অপেক্ষা রাখে না। তাই প্রত্যেকবার এই ম্যাচ দেখার জন্য কাতারে মানুষের ভিড় ধরা দেয় স্টেডিয়ামে। টিভির পর্দায় ও নজর রাখেন বহু দর্শক।

আজ সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় বেঙ্গালুরুর মাটিতে এই ম্যাচ খেলতে নামছে সুনীল ব্রিগেড। অর্থাৎ এবার ভারতের মাটিতে খেলতে আসছে পাকিস্তান। কিন্তু এবার কোথায় দেখতে পারবেন এই ম্যাচ? বর্তমানে যা খবর টিভির পর্দায় এই ম্যাচ উপভোগ করতে হলে আপনাকে নজর রাখতে হবে ডিডি স্পোর্টস চ্যানেলে। সেখান থেকেই এবার করা হবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

তাই টিভির এই চ্যানেলে নজর রাখতে পারেন আজ সন্ধ্যায়। কিংবা আপনি যদি অনলাইনে প্ল্যাটফর্মে নজর রাখেন কিংবা ম্যাচ উপভোগ করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ফ্যান কোড অ্যাপ। সেখানে নির্ধারিত মূল্যের সাবস্ক্রিপশন কিনে উপভোগ করতে পারেন আজকের ম্যাচ। কিংবা অধিক অর্থ খরচ করে নজর রাখতে পারেন গোটা সাফ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচ।

বর্তমানে ফিফা ক্রমতালিকার দিকে নজর রাখলে দেখা যায় গত কয়েকদিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার সুবাদে লেবানন কে পিছনে ফেলে ৯৮ নম্বরে উঠে এসেছে ভারতীয় ফুটবল দল। অন্যদিকে ফিফার ক্রমতালিকা অনুসারে বর্তমানে ১৯৫ নম্বরে রয়েছে পাকিস্তান। এক কথায় বলতে গেলে অনেক টাই তফাৎ রয়েছে।

তবে সাফ কাপের এই ম্যাচ যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই চলে। হিসেবে নিজেদের দিক থেকে দেখলে মোট আটবার এই টুর্নামেন্ট জয় করেছে ভারতীয় ফুটবল দল। অন্যদিকে এখনো পর্যন্ত শিরোপা অর্জন করতে পারেনি পড়শি পাকিস্তান। তবে গত কয়েকবছর ধরে যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে পাক দল। তাই আজকের ম্যাচ যে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা কিন্তু বলাই যায়।