Panchayat Election: নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ

ভাঙড়ে প্রাক-পঞ্চায়েত হিংসার অভিযোগে বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ৷ পঞ্চায়েতের আগে গত ১৫ জুন মনোনয়ন পর্বকে ঘিরে রীতিমত রণক্ষেত্রের মতো পরিস্থিতি…

naushad siddiqui

ভাঙড়ে প্রাক-পঞ্চায়েত হিংসার অভিযোগে বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ৷ পঞ্চায়েতের আগে গত ১৫ জুন মনোনয়ন পর্বকে ঘিরে রীতিমত রণক্ষেত্রের মতো পরিস্থিতি হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন জমাকে কেন্দ্র করে হিংসা চরম পর্যায়ে পৌঁছয়৷ মনোনয়নের শেষ দিনে গুলি, বোমার বৃষ্টিতে মৃত্যু হয় তিন জনের৷ তাদের মধ্যে একজন আইএসএফ কর্মী এবং দুজন তৃণমূলের।

বুধবার প্রাক-পঞ্চায়েত হিংসার অভিযোগে বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। মোট ৬৮ জনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভাঙড়ের বাসিন্দা ঋত্বিক নস্করের অভিযোগ করেন ১৫ জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তাঁর শ্বশুর রাজু নস্করকে খুন করে এক দল দুষ্কৃতী। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তোলে ঋত্বিক।

   

এরপরের দিন ১৬ জুন ঋত্বিক কাশীপুর থানায় নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। ঋত্বিকের ভিযোগের ভিত্তিত নওশাদের বিরুদ্ধে ২৭৭ নম্বর এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ।