Panchayat Election: পঞ্চায়েতে আনিস খানের দাদাকে প্রার্থী সিপিআইএমের 

নিহত ছাত্র নেতা আনিস খানের দাদাকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল সিপিআইএম। আনিস খানের খুনের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। এবার আনিস খানের দাদা সামসুদ্দিন…

নিহত ছাত্র নেতা আনিস খানের দাদাকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করল সিপিআইএম। আনিস খানের খুনের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। এবার আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে পঞ্চায়েতে প্রার্থী করাকে কার্যত মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতির ৪২ নম্বর আসনে প্রার্থী করা হয়েছে আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে। সেই মর্মে রবিবার সামসুদ্দিনের বাবা সালেম খানকে ছেলের সমর্থনে দেওয়ালে সিপিএমের নির্বাচনী প্রতীক কাস্তে-হাতুড়ি—তারা আঁকতে দেখা গেল। সেদিনও দাবি করেছিলেন, আজও করছেন যে ছেলেকে (আনিস খান) খুন করা হয়েছে। ছেলের মৃতুয়র ন্যায় বিচারের অপেক্ষায় তিনি, হত্যাকাণ্ডের লড়াই থেকে এক ইঞ্চি সরতে নারাজ তিনি।

সংবাদমাধ্যমকে সিপিআইএম প্রার্থী সামসুদ্দিন খান জানিয়েছেন, ‘আনিস যে সমাজ গড়ার স্বপ্ন দেখেছিল, যে কারণে ভাইকে রাষ্ট্রীয় অত্যাচারে খুন হতে হল, আজ সেই স্বপ্ন বাস্তবায়িত করতেই আমার রাজনীতির ময়দানে নামা।’ সামসুদ্দিনের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বলেছেন, ‘আনিসের হত্যার বিচারের জন্য আমার লড়াই চলবে।’

এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে শাশক দল তৃণমুল কংগ্রেস। টিএমসি-র তরফে বলা হয়েছে যে সিপিএমের পায়ের তলার মাটি নেই তাই সহানুভূতি দিয়ে ভোট পেতে চাইছে।