BJP: বীরের সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে, মমতাকে খোঁচা শুভেন্দুর

বীরের মতো ফিরিয়ে আনতে হবে কেষ্টকে (Anubrata Mondal)। গতকাল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই বার্তার পরেই এবার সরব হয়েছেন সমস্ত বিরোধী পক্ষের নেতারা। শুক্রবার উত্তরবঙ্গ সফরে…

Suvendu-Adhikari-nandigram

বীরের মতো ফিরিয়ে আনতে হবে কেষ্টকে (Anubrata Mondal)। গতকাল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই বার্তার পরেই এবার সরব হয়েছেন সমস্ত বিরোধী পক্ষের নেতারা। শুক্রবার উত্তরবঙ্গ সফরে গিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিনি যাঁকে ভাবছেন বীর সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহার জেলে যেতে হবে। বার্তা নন্দীগ্রামের বিধায়কের।

আগামী ১৩ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরাট আলোড়ন ফেলার চেষ্টা গেরুয়া শিবিরের। তাই উত্তরবঙ্গে নেমেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু (Suvendu Adhikary)। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি৷ দলটা পরিবারবাদ, তোষণ ও দুর্নীতির উপর চলছে৷ তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য৷ তিনি যাঁকে ভাবছেন বীর সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহাড় জেলে যেতে হবে৷

শুভেন্দুর কথায়, দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিবাজদের সম্মান করবে এটাই তো স্বাভাবিক৷ এখন আত্মবিশ্বাস না দেখালে তো পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে পারবে না৷ কাল যে সব পঞ্চায়েত প্রধানরা দেখা করতে গিয়েছিলেন, তাঁরা সব চোর৷ ভাইপো-সহ ডাকাতরা মঞ্চে বসেছিলেন। এই দল এবং এর নেত্রী তিনটি এজেন্ডাতে চলে৷ পরিবার বাদ৷ তোষণ এবং দুর্নীতি৷ আর্ন মানি টু কালেক্ট মানি থ্রু পলিটিক্স! এটাই এদের মূলমন্ত্র৷

আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবিষয়ে শুভেন্দুর বক্তব্য, আদ্যন্ত পুরো দলটা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন টাকা তুলত। এর আগে একাধিকবার সরকার বদলের জন্য বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। আজ উত্তরবঙ্গে পা রেখে শুভেন্দু দাবি করলেন ডিসেম্বরের পর এই সরকার আর টিকবে না।

শুভেন্দুর কথায়, মোরাল ব্রেক ডাউন করে গেছে। পার্থ সিন্ডিকেট, অনুব্রত জেলে যাওয়ার পর ওদের পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে। তাই চোরেদের বুস্ট আপ করার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই পঞ্চায়েত নির্বাচন করাবে। তবে জেনে রাখুন, ওরা এসব করে কোনও কিছু আটকাতে পারবে না৷ ডিসেম্বর মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে। এমনকি এবারেও লোকসভা নির্বাচনে একাধিক আসন পাবে বিজেপি। এমনটাই দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক।