World Cup: ফের এশিয়ার বুকে আয়োজন হতে পারে ফুটবল বিশ্বকাপ

২০২২ বিশ্বকাপ (World Cup) বেশ সফল ভাবে আয়োজন করেছে কাতার। সকলের নজর কেড়ে নিয়েছে আয়োজক দেশ। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আমেরিকা এবং মেক্সিকো আয়োজন করার দায়িত্ব পেয়েছে।

Football World Cup

২০২২ বিশ্বকাপ (World Cup) বেশ সফল ভাবে আয়োজন করেছে কাতার। সকলের নজর কেড়ে নিয়েছে আয়োজক দেশ। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আমেরিকা এবং মেক্সিকো আয়োজন করার দায়িত্ব পেয়েছে। এরপর কি তাহলে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাবে এশিয়ার কোনও দেশ। সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কাতারের সাফলতা অনুপ্রাণিত করেছে সৌদি আরবকে। তারা ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে। গ্রীস এবং মিশরের সাথে যৌথ ভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা।তার আগে ২০২৭ সালে এশিয়ান কাপটাকে সুষ্ঠ ভাবে আয়োজন করাটাই অন‍্যতম লক্ষ‍্য তাদের।
২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করার দায়িত্ব পেতে ভারতের কাছে ভীষণ বেগ পেয়েছিলো সৌদি আরব। পরে পিছিয়ে আসে ভারত।এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশন সৌদি আরবের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

   

বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সৌদি আরবকে‌। নতুন করে পরিকাঠামো সাজাতে হবে। আগামী কয়েক বছরে বেশ কিছু বড়ো মানের ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন করা হবে সৌদি আরবে ,যেমন – ২০২৬ সালের মহিলাদের এশিয়ান কাপ, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান গেমস এবং ২০৩৪ সালেয এশিয়ান গেমস।