Bidesh Bose About East Bengal: স্টিফেনের ইস্টবেঙ্গলকে নিয়ে আশাবাদী বিদেশ

স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে এবার ইস্টবেঙ্গল (East Bengal) দল ভালো খেলবে, এমনটাই আশাবাদী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু (Bidesh Bose)। গত দু’বারের পারফরম্যান্স প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে…

Ex-footballer Bidesh Bose

স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে এবার ইস্টবেঙ্গল (East Bengal) দল ভালো খেলবে, এমনটাই আশাবাদী প্রাক্তন ফুটবলার বিদেশ বসু (Bidesh Bose)। গত দু’বারের পারফরম্যান্স প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এই বিখ্যাত ফুটবলার বলেন, ‘গত দু’বছর ইস্টবেঙ্গলের পারফরম্যান্স সবথেকে খারাপ ছিল। বলা যেতে পারে অল টাইম লো। এবার অবশ্য আশাবাদী আমি। এবার গতবারের থেকে ভালো কিছু করবে বলেই মনে করছি।’

বিদেশ বসু বলেন, ‘স্টিফেনের হাতে এবার দলটা পড়েছে। আশা করি দলটা ভালো খেলবে। তবে যতক্ষণ না দল মাঠে নামছে কিছুই বোঝা যাচ্ছে না। দল মাঠে নামলেই বোঝা যাবে কোচ কতটা লড়াকু মানসিকতা তৈরি করতে পেরেছেন।’ অনেকেই মনে করছেন ইস্টবেঙ্গল কতটা ভালো ফুটবল খেলবে ত ডুরান্ড কাপেরই বোঝা যাবে।এ প্রসঙ্গে সব একমত পোষণ করেছেন বিদেশ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তিনি বলেন, ‘ এই ব্যাপারে আমি একমত। ডুরান্ড কাপেই বোঝা যাবে দলটা কতটা ভালো খেলবে।কতটা লড়াকু মানসিকতা তৈরি হয়েছে বা দলটা কতটা লড়বে? তা ডুরান্ডে কাপে যাবে। যত প্রতিযোগিতা খেলবে ততই দল সেট হয়ে যাবে। এইবার গতবারের থেকে ভালো পারফরম্যান্স করবে। তবে একবারই বড় কিছু আশা করা অন্যায়। আশা করা যায়, যত দিন এগোবে তত আরও ভালো ফুটবল উপহার দেবে লাল-হলুদ।

ইস্টবেঙ্গল আগামী বছর দেখা যাবে এই দলটা আরও ভালো ফুটবল খেলছে। তাই সময় দিতে হবে। সময়ই বলে দেবে দল কতটা ভালো ফুটবল খেলবে। এই ইস্টবেঙ্গল দলকে নিয়ে এবার আমি আশাবাদী।’