Alok Mukherjee : মোহনবাগানের রক্ষণ জমাটের পরামর্শ অলোকের

রাজস্থান ইউনাইটেড এর বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচে হারের পর মোহনবাগানের ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে পোগবাকে নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। রক্ষণশক্ত না…

Ex-footballer Alok Mukherjee

রাজস্থান ইউনাইটেড এর বিরুদ্ধে ডুরান্ডের প্রথম ম্যাচে হারের পর মোহনবাগানের ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে পোগবাকে নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। রক্ষণশক্ত না করলে মোহনবাগানের বিপদ আসন্ন বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় (Alok Mukherjee)। তিনি বলেন দলের রক্ষন হচ্ছে সম্পদ। সেই রক্ষণ যদি ঠিক না থাকে তাহলে বিপদ আসন্ন।

ডুরান্ডের প্রথম ম্যাচে হার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ মোহনবাগানের রক্ষণ ঠিক করতেই হবে। রক্ষণে পল পোগবার দাদা রয়েছে। খেলাটা দেখিনি কিন্তু শুনেছি ও নাকি দাঁড়িয়েই ছিল। রক্ষণ যদি সচল না হয়, যদি ফুটবলাররা ওঠানামা ঠিক মত করতে না পারে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে।’

একই সঙ্গে তিনি বলেন, ‘মোহনবাগান দুটো গোল করেছে। তবে তিনটি গোল খেয়েছে ।এটা যে কত বড় খারাপ পারফরম্যান্স সেটা স্কোর বলে দিচ্ছে। গোল দেওয়ার পরেই ওরা গোল খেয়েছে কেন, তিনটে গোল খাবে?

কেন রক্ষণ জমাট থাকবে না ।ডিফেন্স জমাট না থাকলে কতটা সমস্যা বা বিপদ হয় সেটা মোহনবাগান ম্যাচে টের পাওয়া গেল। আগামী দিনে ভালো পারফরম্যান্স করতে গেলে অবশ্যই রক্ষণ জমাট রাখতে হবে। না হলে এই ফেরান্দোর দল আইএসএলের মতো টুর্নামেন্টে কিছুই করতে পারবে না।’