Calcutta Football League: লিগে জয় পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল

গত রবিবার কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) এফসি গোলশূন্য ড্র করেছে খিদিরপুর এফসির বিরুদ্ধে। দলের রিজার্ভ ফুটবলারেরা…

Emami East Bengal

গত রবিবার কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) এফসি গোলশূন্য ড্র করেছে খিদিরপুর এফসির বিরুদ্ধে। দলের রিজার্ভ ফুটবলারেরা গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি,কিন্তু লাল হলুদ সমর্থকরা হতাশ নয়। দলের পাশে থেকে তরুণ তুর্কি ব্রিগেডকে উৎসাহিত করে চলেছে।

Emami East Bengal

   

বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গলের পরের খেলা এরিয়ানের স্পোটিং ক্লাবের বিরুদ্ধে। গত রবিবার, এরিয়ানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব। এরিয়ান দুটো গোল হজম করেছে ডিফেন্স লাইনে ব্যাড ক্লিয়ারেন্স করে। স্বভাবতই এরিয়ান ফুটবলারেরা আগামী ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একই ভুল কখনই করতে চাইবে না।

সোমবার, ইমামি ইস্টবেঙ্গল টুইট করে জানিয়েছে,”
খিদিরপুর এসসির বিরুদ্ধে আমাদের #CFL এনকাউন্টার থেকে!
ছেলেরা আগামী বুধবার এরিয়ান এফসি বনাম অ্যাকশনে নামবে।
#JoyEastBengal #EmamiEastBengal ” ইস্টবেঙ্গলের এই টুইট থেকে পরিষ্কার দলের ফোকাস এখন পরের ম্যাচ এরিয়ান স্পোটিং ক্লাব। জয়ের লক্ষ্যে বিনো জর্জের ছেলেরা মাঠে নামবে এটাই স্বাভাবিক, হারার জন্য কেউই মাঠে নামে না।

অন্যদিকে, টানা তিন বছর কলকাতা লিগ খেলল না ATK মোহনবাগান দল। সবুজ মেরুন সমর্থকরা দলের এই সিদ্ধান্তে হতাশ। সমর্থকদের সাফ কথা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাব যদি রিজার্ভ দল কলকাতা লিগে খেলাতে পারে, তাহলে সবুজ মেরুন শিবির নিজেদের রিজার্ভ দল তৈরি করে লিগ খেলাতে পারলো না। কলকাতা লিগ সকল সময়ে তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রতিষ্ঠিত করার সেরা মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।অতীত এবং বর্তমানের অনেক দিকপাল ফুটবলার(তালিকা সুদীর্ঘ) ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের বিরুদ্ধে পারফরম্যান্স করে তিন প্রধানের জার্সি গায়ে চুটিয়ে ফুটবল খেলেছ শুধু তাইই নয়, আজ ওই সমস্ত ফুটবলারেরা ফুটবল এরিনাতে সুপ্রতিষ্ঠিত। ফুটবল মহলে ATK মোহনবাগানের না খেলা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ফুটবলারদের একটা কথা,ক্ষতি হল ফুটবলের।