Mohun Bagan: মাঠে নামার জন্য তৈরি বাগানের দিমি!

মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে লেগেই রয়েছে চোট সমস্যা। চোট সমস্যা এড়ানোর জন্য AFC কাপের নিয়মরক্ষার ম্যাচে জুনিয়র দল পাঠিয়েছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। আগামীকাল…

Dimitri Petratos

মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে লেগেই রয়েছে চোট সমস্যা। চোট সমস্যা এড়ানোর জন্য AFC কাপের নিয়মরক্ষার ম্যাচে জুনিয়র দল পাঠিয়েছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। আগামীকাল মোহন বাগান সুপার জায়ান্টের আইএসএল ম্যাচ রয়েছে। এই ম্যাচে হয়তো সুখবর পেতে পারেন ক্লাব সমর্থকরা।

ধারাবাহিক চোট সমস্যার কারণে রিজার্ভ বেঞ্চের ওপর আস্থা রাখতে হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্টকে। ভাঙা দল নিয়ে বিগত কয়েক ম্যাচ খেলেছেন সবুজ মেরুন ব্রিগেড। মাঠের বাইরে ছিলেন আক্রমণভাগের একাধিক ফুটবলার। গোল করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল আগামী। সামনের ম্যাচ থেকে এই সমস্যা কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

   

Dimitri Petratos

আরও পড়ুন:  Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা

চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন মোহন বাগান সুপার জায়ান্টের দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos)। দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেছেন। আশা করা হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের আগামী ম্যাচে এই ফুটবলারকে মাঠে নামাতে পারবেন বাগান কোচ হুয়ান ফেরান্ডো। দিমিত্রি না থাকায় দলের আক্রমণ ভাগকে কিছুটা দুর্বল দেখিয়েছিল।

আরও পড়ুন:  Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ

দিমিত্রি চোট পেয়েছিলেন ক্লাবের হয়ে অনুশীলন করার সময়। তার আগেও ফিটনেস নিয়ে কিছু সংশয় ছিল। শেষ পর্যন্ত বাগানের হয়ে বিগত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। আগামী ১৫ ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে। আশা করা হচ্ছে এবার মাঠে ফিরতে পারবেন তিনি।