Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ

ফের উঠল বিস্ফোরক অভিযোগ, এবারেও সেই রেফারির অভিযোগ। মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan’s Super Giant) জিতলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত পিছু ছাড়ল না। অভিযোগ তুলেছেন…

Steve Herbots

ফের উঠল বিস্ফোরক অভিযোগ, এবারেও সেই রেফারির অভিযোগ। মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan’s Super Giant) জিতলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত পিছু ছাড়ল না। অভিযোগ তুলেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports Club) বিদেশি কোচ স্টিভ হারবর্টস (Steve Herbots)।

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি!  

আগামীকাল থেকে শুরু হয়েছে দেশের অনূর্ধ্ব ১৭ যুব প্রতিযোগিতা। প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রীতম গায়েনের করা একমাত্র গোল জয় নিশ্চিত করে বাগান। পেনাল্টি হাতছাড়া করে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ইউনাইটেড স্পোর্টস। এছাড়াও রেফারির একটি সিদ্ধান্তে নিয়ে সামাজিক মাধ্যমে সন্দেহ প্রকাশ করেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ।

আরও পড়ুন: Youth League: ইয়ুথ লিগে এবার নয়া চ্যালেঞ্জের মুখে বাগান কোচ, বুধেই প্রথম খেলা 

ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিদেশি কোচ স্টিভ হারবর্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “আমরা প্রথম ম্যাচে ১ গোলের ব্যবধানে হেরেছি, কিন্তু যদি টপ রাইট কর্নারে নেওয়া চমৎকার বাইসাইকেল কিক অদ্ভুতভাবে অনুমোদিত না হত এবং দ্বিতীয়ার্ধে আমরা পেনাল্টি মিস না করতাম তবে ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।”

ম্যাচ শুরু হওয়ার আগে ক্রীড়া সূচি নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমি যতটা শুনেছি, টুর্নামেন্ট দুই মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এক মাসে প্রায় দশটা করে ম্যাচ খেলানো হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ফেডারেশন এই প্রতিযোগিতার কথা ভেবেছেন। তরুণ প্রতিভা খুঁজে পাওয়ার জন্য এই উদ্যোগ। কিন্তু এতো কম সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা হলে ফেডারেশন কি এই লক্ষ্যে পৌঁছতে সফল হবে?”