Siliguri: চিনের নজরে থাকা ‘চিকেন নেক’ শহরে দলাই লামা

চিকেন নেক-মুরগির গলা বলে চিহ্নিত চরম কূটনৈতিক কৌশলগত ভূখণ্ডের শহর (Siliguri)শিলিগুড়ি। দার্জিলিং জেলার এই শহরটি সংলগ্ন এলাকা ‘শিলিগুড়ি করিডর’ বলেও সুপরিচিত। এমনই ভারত ও চিনের…

Dalai Lama visits Sikkim

চিকেন নেক-মুরগির গলা বলে চিহ্নিত চরম কূটনৈতিক কৌশলগত ভূখণ্ডের শহর (Siliguri)শিলিগুড়ি। দার্জিলিং জেলার এই শহরটি সংলগ্ন এলাকা ‘শিলিগুড়ি করিডর’ বলেও সুপরিচিত। এমনই ভারত ও চিনের মাঝে চরম ভূ-রাজনৈতিক কৌশলগত শহরে হাজির তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু চতুর্দশ (Dallai Lama) দলাই লামা। তাঁকে দীর্ঘ সময় ধরে চিন সরকার ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে চলেছে।

১৯৫৯ সালে চিনা সেনার হামলায় পরাজিত হয়েছিল তিব্বতের ধর্মীয় শাসনতন্ত্র। তৎকালীন তিব্বত শাসক চতুর্দশ দলাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তিনি এখন ভারতে থাকা নির্বাসিত তিব্বত সরকারের প্রধান। সিকিম সফর শেষে একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তিনি শিলিগুড়িতে।

বৌদ্ধিক স্টাডি সেন্টারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। দার্জিলিং জেলার শালুগাড়ার বিকাশনগরে ‘সে-গুয়ে’ মনাস্ট্রিতে বিশেষ ধর্মীয় শিক্ষণ অনুষ্ঠানে ‘বোধিচিত্ত’ সংক্রান্ত পাঠ দেবেন দলাই লামা। বৃহস্পতিবার দলাই লামার কনভয় শালুগাড়ার বিকাশ নগরে পৌঁছোতেই তাঁকে তিব্বতীয় সংস্কৃতিতে নাচের মাধ্যমে স্বাগত জানানো হয়। তিব্বতি সম্প্রদায়ের মানুষ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

চিন সরকার বরাবর দলাই লামার (তেনজিন গিয়াতসো) উপর কঠোর কূটনৈতিক নজরদারি চালান। চিনের সীমান্তবর্তী কোনও এলাকায় দলাই লামার সফরে তীব্র প্রতিবাদ জানায় বেজিং। তবে এবার  সিকিমে দলাই লামার সফর নিয়ে নীরব চিন। এবার সিকিম থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তাঁর সফর।