AIFF: সুপ্রিম কোর্টের নির্দেশে জমজমাট ভারতীয় ফুটবল

সম্প্রতি ভারতীয় ফুটবলের (AIFF) ওপর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা নির্বাসনের খাড়া নামিয়েছে। এই প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। এদিনের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত…

সম্প্রতি ভারতীয় ফুটবলের (AIFF) ওপর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা নির্বাসনের খাড়া নামিয়েছে। এই প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। এদিনের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যা ভারতীয় ফুটবলের এক নতুন দিগন্তের উন্মোচন বলা চলে।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ,কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিষয়গুলির দায়িত্বে থাকা বন্ধ করা হবে। পর্যবেক্ষণে উঠে এসেছে, AIFF’র কার্যনির্বাহী কমিটি ২৩ জনের সমন্বয়ে গঠিত হবে। ১৭ জন সদস্য (প্রেসিডেন্ট, কোষাধ্যক্ষ, ভিপি সহ) ৩৬ টি রাজ্য অ্যাসোসিয়েশন নিয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হবে। বিশিষ্ট খেলোয়াড়দের মধ্য থেকে ৬ জন সদস্য নেওয়া হবে।

শীর্ষ আদালত আরও জানিয়েছে, AIFF’র প্রতিদিনের ব্যবস্থাপনা ভারপ্রাপ্ত মহাসচিব (সুনন্দ ধর) এর নেতৃত্বে AIFF প্রশাসন দ্বারা দেখাশোনা করবে। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের ওপর FIFA’র নির্বাসনের নিষেধাজ্ঞার গুঁতোতে জমজমাট দেশের ফুটবল রাজনীতি।