Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা

ইন্ডিয়ান সুপার লীগের গত ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল সকলকে। কিন্তু হুগো…

Sahal Abdul Samad, Indian football star, in action during a match

ইন্ডিয়ান সুপার লীগের গত ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল সকলকে। কিন্তু হুগো বুমোস থেকে শুরু করে একের পর এক ফুটবলারদের চোট বিরাট চাপে ফেলে দেয় দলকে। যারফলে, গত ম্যাচে বুমোসের নাম থাকলেও পরিবর্ত হিসেবে নামাতে হয় জেসন কামিন্সকে।

আরও পড়ুন: Mohun Bagan: মাজিয়ার বিপক্ষে পরাজিত হওয়ার পর বিষ্ফোরক মিরান্ডা 

   

তারপর খেলা যত এগিয়েছে ততই যেন দাপট বাড়িয়েছে ওডিশা। তা সামাল দিতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দিতে থাকে বাগান ফুটবলারদের। চোটের কবলে পড়তে হয় একের পর এক দাপুটে ফুটবলারদের। যাদের মধ্যে রয়েছেন তরুণ তারকা কিয়ান নাসিরি থেকে শুরু করে ভারতীয় দলের অন্যতম দুই তারকা তথা অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। একটা সময় ড্রেসিংরুম থেকে বেড়িয়ে হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় থাপাকে। তবে পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় খুব একটা গুরুতর চোট নেই অনিরুদ্ধ থাপার। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল দলের আরেক তারকা তথা ভারতীয় দলের চিন্তা ছিল সাহাল আব্দুল সামাদকে নিয়ে।

আরও পড়ুন: Pro Kabaddi League: ৬০ পয়েন্ট নিয়ে একতরফা জয় বেঙ্গল ওয়ারিয়র্সের 

তবে পরবর্তীতে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতাল এক্সরে করানো হয় এই তারকার। সেই রিপোর্টে চিন্তাজনক নাকি কিছু পাওয়া যায়নি। তারপরে তা যাচাই করার জন্য অন্যত্র পাঠানো হলেও সেখান থেকে ও জানানো হয় একই কথা। যার দরুণ, এবার মাঠে ফিরতে খুব একটা দেরী হওয়ার কথা নয় ভারতীয় দলের এই ফুটবলারের। তবুও পরবর্তীতে বেশকিছু মাধ্যম থেকে জানা যাচ্ছিল যে এই মরশুমে নাকি মাঠে নাও ফিরতে পারেন সাহাল আব্দুল সামাদ। যা নিয়ে চিন্তায় ছিল সকলেই। তবে এবার সামনে আসল নয়া তথ্য। যা কিছুটা হলেও নিশ্চিত করবে আপামর সবুজ-মেরুন সমর্থকদের।

আরও পড়ুন: IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে  

বিশেষ সূত্র মারফত খবর, আগত নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে এই ভারতীয় তারকা না থাকলেও সবকিছু ঠিকঠাক চলতে থাকলে পরবর্তীতে মুম্বই সিটি ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। এখন সেই আশায় রয়েছেন মেরিনার্সরা।