Parliament Security: সংসদে ‘স্মোক বম্ব হামলা’ তদন্তে সাসপেন্ড ৮ রক্ষী, দর্শক আসনে বিশেষ কাঁচ

গত সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিন থেকে শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন। নতুন ভবনের নিরাপত্তা ব্যবস্থা (Parliament Security)  নিয়ে প্রধানমন্ত্রী মোদী ছিলেন উচ্ছসিত। তবে বুধবার সেই…

Parliament House

গত সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিন থেকে শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন। নতুন ভবনের নিরাপত্তা ব্যবস্থা (Parliament Security)  নিয়ে প্রধানমন্ত্রী মোদী ছিলেন উচ্ছসিত। তবে বুধবার সেই নিরাপত্তা বলয়কে তুড়ি মেরে উডিয়ে একেবারে লোকসভা অধিবেশন কক্ষেই দুই ব্যক্তি ধোঁয়ার বোমা ছুঁড়েছে। এতেই প্রমাণিত নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর দাবি কতখানি ভুল ছিল। বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকেছিল ওই দুজন। নিরাপত্তার গাফিলতিতেই এমন ঘটেছে এই কারণে ৮ রক্ষীকে সাসপেন্ড করা হলো।

গত ২৮ মে বিপুল আড়ম্বরে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠিত হয়েছিল রাজদণ্ড সেঙ্গোল। সেই ভবনে ‘হামলা’ থেকে প্রশ্ন উঠছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সংসদে স্মোক বম্ব হামলার পরেই নিরাপত্তাবিধিতে বদল আনা হয়েছে।জানা গেছে, হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে তাদের।

উল্লেখ্য, বুধবারই ছিল সংসদ ভবনে হামলার ২২ বছর পূর্তি। ২০০১ সালে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সময়ে ১৩ ডিসেম্বর সংসদ ভবনে ভয়াবহ জঙ্গি হামলা হয়। গোয়েন্দারা বলেছিলেন, পাক মদতপুষ্ট জঙ্গিরাই অতর্কিত হামলা চালিয়েছিল। সেই ঘটনায় নজন নিহত হন। সেই দিনটিকে স্মরণ করেই বুধবার সকালে সংসদের দুই কক্ষের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। কিছুক্ষণ পরে দুই ব্যক্তি দর্শক আসন থেকে লাফ মেরে স্মোক বম্ব চার্জ করে।বিজেপির এক সাংসদের দেওয়া প্রবেশপত্র নিয়ে স্মোক বোমা লুকিয়ে ভবনে ঢুকে পড়েছিলেন দুই যুবক।

অধিবেশন চলাকালীন দুপুর ১টা নাগাদ দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ মেরে সেই স্মোক ক্র্যাকার ছুড়তে থাকেন তাঁরা। হলুদ ধোঁয়ায় ভরে যান সংসদ কক্ষ। ঝাঁপিয়ে পড়ে ওই দুই যুবককে ধরেন লোকসভারই দুই সাংসদ উত্তরপ্রদেশের মালুন নাগর (বহুজন সমাজ পার্টি) এবং রাজস্থানের হনুমান বেনীওয়াল (রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি)। শুরু হয়ে যায় হাতাহাতি। অধিবেশন কক্ষের ভেতরে যখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি সেই সময়েই সংসদ ভবনের বাইরে “তানাশাহি নেহি চলেগা” স্লোগান তোলেন দুই বিক্ষোভকারী। তাদের মধ্যে এক মহিলাও ছিলেন। তাদের গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যেই সংসদ ভবনের নিরাপত্তা প্রোটকলে বড়সড় বদল আনা হয়। এবার থেকে ভবনের ভেতরে ও বাইরে চলবে কড়া নজরদারি।

কী কী বদল আনা হল নিরাপত্তায়?
১.সংসদ ভবনে কোনও ভিজিটরদের ঢুকতে দেওয়া হবে না। আপাতত বাইরের লোকের ঢোকায় পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২.সংসদে সকলের প্রবেশের জন্য আলাদা আলাদা গেট করা হচ্ছে। সংসদরা ঢুকবেন একটি গেট গিয়ে, সংসদের কর্মীরা অন্য গেট দিয়ে, আর সংবাদমাধ্যমের কর্মীদের ঢুকতে হবে অন্য রাস্তা দিয়ে।
৩. পরে যখন ভিজিটরদের ঢোকার অনুমতি দেওয়া হবে তখন তারা ঢুকতে পারবেন চতুর্থ গেট দিয়ে।
৪. সংসদ ভবনের প্রবেশপথে বসবে বডি স্ক্যানার মেশিন, ঠিক যেমন বিমানবন্দরে থাকে।
৫. ভিজিটরদের গ্যালারির সামনে অংশ কাচ দিয়ে ঢাকা থাকবে যাতে কেউ ঝাঁপ দিয়ে বা লাফিয়ে নেমে আসতে না পারে।