স্টার্ট আপে আচ্ছে দিন ভারতের: প্রধানমন্ত্রী

রাজ্যসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে জেতে হবে। যেটুকু খামতি আছে সেটা দূর করতে হবে। ১০০ বছরে সবথেকে…

modi pm স্টার্ট আপে আচ্ছে দিন ভারতের: প্রধানমন্ত্রী

রাজ্যসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে জেতে হবে। যেটুকু খামতি আছে সেটা দূর করতে হবে। ১০০ বছরে সবথেকে বড় মহামারি করোনা। এখনও সংকট কমেনি। ভারতের কাজের প্রশংসা করছে গোটা বিশ্ব। এই কৃতিত্ব সরকারের নয়, দেশবাসীর। করোনাকালে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। সব গরীবকে এখন লাখপতি বলা যায়।’

তিনি বলেন, ‘স্টার্ট আপে ভারত তৃতীয় স্থানে রয়েছে। কোভিডকালেও ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে। কাশ্মীর হোক বা ঝাড়খণ্ড, উন্নয়নের গতি কোথাও থামেনি। ৫ কোটি পরিবারকে পানীয় জল সরবরাহ করা হয়েছে। সরকারি সহায়তা মূল্যে রেকর্ড ফসল ক্রয় হয়েছে।’

   

বলেন, ‘২০১৯’র দুর্দশার কথা অনেকে ভুলতে পারছে না। তাঁরা ওই সময় থেকেই অন্ধ হয়ে গেছেন। মানুষের বিশ্বাস থাকে যে নেতা আছেন, কিন্তু নেতাই যদি হতাশ থাকেন, নিজের অস্তিত্ব নিয়ে সংশয় থাকে তাহলে খুঁজে পাওয়া যায় না। কিছু লোকের আত্ম-অন্তর্দৃষ্টি প্রয়োজন। যখন করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং সরকারের বিস্তারিত উপস্থাপনা দেওয়ার কথা ছিল, তখন কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছিল যাতে তারা এতে অংশ না নিতে রাজি হয়। তারা নিজেরাই আসেননি এবং সভা বয়কট করেছিলেন।’