মোহভঙ্গ কাটিয়ে দল ছাড়তে অনেকেই তৈরি: বিস্ফোরক সুদীপ

আশঙ্কা ছিলই, মঙ্গলবার তা সত্যি হল। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে বিজেপিকে ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ত্রিপুরার বিজেপির প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ ও…

আশঙ্কা ছিলই, মঙ্গলবার তা সত্যি হল। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে বিজেপিকে ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ত্রিপুরার বিজেপির প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ ও আশিস কুমার সাহা। তবে এখনই যে এই ভাঙ্গনের খেলা থামছে না তা স্পষ্টই ইঙ্গিত দিলেন সদ্য দলত্যাগী সুদীপ রায় বর্মণ।

দিল্লিতে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মণ বলেন, ‘অনেক বিধায়ক প্রস্তুত আছেন দল ছাড়ার জন্য। তবে কোনও কোনও কারণে তারা আরও কয়েক মাস অপেক্ষা করতে চান। দলের প্রতি সবারই মোহভঙ্গ হয়েছে। আমি মনে করি, গুজরাট ও হিমাচলের পাশাপাশি ত্রিপুরায়ও ভোট হতে পারে।’

   

সূত্রের খবর, বর্মণ বিগত চার মাস ধরে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং অবশেষে তিনি দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিজেপি সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘এই সরকার ভালো কিছু দিতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। শুধু একজনের কণ্ঠস্বর শোনা যায়। কোনো মন্ত্রীসভাই তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। রাজ্য জুড়ে সন্ত্রাসের রাজত্ব আলগা করে দেওয়া হয়েছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে।’

সোমবার ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তীর কাছে পদত্যাগপত্র জমা দেন আশিস কুমার ও সুদীপ বর্মন। স্পিকার জানান, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি সবেমাত্র তাদের পদত্যাগপত্র পেয়েছি। আমি প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখব এবং শীঘ্রই কিছু সিদ্ধান্ত নেব।’