তুষার ধ্বসে আহত একাধিক জওয়ান, চলছে উদ্ধার কাজ

তুষার ধ্বসে আহত ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ান। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে। ভারতীয় সেনা বাহিনীর তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, জওয়ানদের উদ্ধার…

তুষার ধ্বসে আহত ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ান। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে। ভারতীয় সেনা বাহিনীর তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, জওয়ানদের উদ্ধার করার কাজ চলছে। শীঘ্রই তাঁদের বেসক্যাম্পে আনা হবে।

তেজপুরে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিষয়ক উপদেষ্টা লেফট্যানেন্ট কর্নেল হর্ষ বর্ধন পাণ্ডে জানিয়েছেন, পেট্রলিংয়ের জন্য ওই ৭ জওয়ান অরুণাচলের উচ্চ পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন। রবিবার তুষারপাত ও হিমবাহ ভাঙার ফলে তুষার ধ্বসে আটকে পড়েন তাঁরা। ঘটনার খবর পাওয়া মাত্রই একটি দলকে রওনা করে দেওয়া হয়। তাঁরা উদ্ধার কাজ চালাচ্ছেন। খুব শীঘ্রই ওই ৭ জওয়ানকে উদ্ধার করে আনা হবে বলে জানিয়েছেন তিনি। হর্ষ বর্ধন পাণ্ডে আরও জানান, ওই এলাকায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ার অবনতি হচ্ছে। তুষারপাত চলছিল ওই এলাকায়। ফলে ধ্বসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় এই মাসে ভারী তুষারপাত হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইটানগরের কাছে দারিয়া পাহাড়ে ৩৪ বছর পর তুষারপাত হয়েছে এই মাসে। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার রূপা শহরে দুই দশক পর তুষারপাত হয়েছে।