প্রয়াত “মহাভারতের ভীম” প্রবীন কুমার

আবারও বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া, প্রয়াত হলেন ‘মহাভারত’-এর ভীম খ্যাত প্রবীন কুমার সোবতি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দিল্লিতে প্রয়াত হয়েছেন বলে…

আবারও বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া, প্রয়াত হলেন ‘মহাভারত’-এর ভীম খ্যাত প্রবীন কুমার সোবতি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দিল্লিতে প্রয়াত হয়েছেন বলে খবর। মঙ্গলবার পাঞ্জাবি বাগের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মহাভারতের ছাড়াও, প্রবীন কুমার অনেক বলিউড ছবিতে তার শক্তিশালী অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। কিন্তু মহাভারত ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে বিখ্যাত হয়ে ওঠেন তিনি। ভীমের চরিত্রে তাঁকে বেশ পছন্দ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই ‘ভীম’ এর প্রয়াণের খবরে মন ভেঙেছে তাঁর ভক্তদের।

পাঞ্জাবের বাসিন্দা প্রবীণের উচ্চতা ছিল ৬ ফুট। অভিনয়ে আসার আগে, প্রবীণ খেলাধুলায়ও বেশ সক্রিয় ছিলেন। তিনি একজনডিসকাস থ্রো ক্রীড়াবিদ ছিলেন। প্রবীন এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে বেশ কয়েকটি পদক জিতেছিলেন। হংকং-এ অনুষ্ঠিত এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন। অলিম্পিকেও দু’বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

তবে জানা গিয়েছে, মহাভারতের ভীম প্রবীন কুমারের শেষ দিনগুলি খুব একটা ভালো কাটছিল না। বহু আর্থিক সঙ্কটের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তথ্য অনুযায়ী, প্রবীন দীর্ঘদিন ধরে আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করছিলেন এবং সরকারের কাছ থেকে সহায়তাও চেয়েছিলেন।