UP election: হাথরাস, উন্নাওয়ের ঘটনার জন্য মাপ চাক বিজেপিঃ মমতা

লখনউতে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হয়ে প্রচার করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক ভার্চুয়ালি জনসভায় মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি র‍্যালি করলেও বিরোধীদের…

mamata

লখনউতে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হয়ে প্রচার করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক ভার্চুয়ালি জনসভায় মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি র‍্যালি করলেও বিরোধীদের র‍্যালির অনুমতি দেওয়া হয় না। বাংলার ভোটে প্রচার করেছেন কিরণময় নন্দ, জয়া বচ্চন। তাঁদের তৃণমূলের প্রচারে পাঠানোর জন্য অখিলেশকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ তারিখ বারাণসী যাবো। সকলে বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন। কুম্ভ মেলার মতো বাংলার গঙ্গাসাগর মেলা হয়। উত্তরপ্রদেশ থেকেও মানুষ সেই মেলায় যায়। উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশেও বিজেপি হারবে। ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। বিজেপিকে বলছি, হাথরাসের ঘটনার জন্য আগে মাপ চান, তারপর ভোট চাইতে আসবেন। উন্নাওয়ের ঘটনার জন্য আগে মাপ চাও। পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি।’

এদিন যোগী আদিত্যনাথকে এক হাত নিয়ে মমতা বলেন, ‘কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন? আমি শুনেছি ছুটি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু প্রতিশ্রুতিই দিচ্ছেন।’