East Bengal: ম্যাচ জিতেও খুব একটা খুশি নন কুয়াদ্রাত, কিন্তু কেন?

গত বছরের সমস্ত হতাশা ভুলে এবার জয় দিয়েই বছর শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ আজ দুপুরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির বিপক্ষে…

East Bengal coach Carles Cuadrat

গত বছরের সমস্ত হতাশা ভুলে এবার জয় দিয়েই বছর শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।‌ আজ দুপুরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দল। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে মশাল ব্রিগেড। গতবারের গোলের খরা কাটিয়ে এবার ছন্দে ফিরেছেন দলের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। করেছেন দুইটি গোল। পাশাপাশি স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর নিপুণ হেডের ও সাক্ষী থেকেছেন সকলে। কিন্তু সহজে হাল ছাড়েন হায়দরাবাদ এফসি। পিছিয়ে পড়তে হলেও প্রথমার্ধেই সমতায় ফিরেছিল দল। তবে দ্বিতীয়ার্ধে ফের গোল আসে সিলভার পা থেকে। যার দরুন ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: Kalinga Super Cup: ক্লেটনের জোড়া গোলে হায়দরাবাদ বধ করে ‘সুপার-যাত্রা’ শুরু ইস্টবেঙ্গলের   

কিন্তু পরবর্তীতে ফের পেনাল্টি থেকে গোল শোধ করে যায় হায়দরাবাদ। তারপর সময় যতো এগিয়েছে ততই তুল্যমূল্য লড়াই দিতে থাকে দুই দল। শেষ পর্যন্ত ক্রেসপো ম্যাজিকে মাত হতে হয় নিখিলদের হায়দরাবাদ দলকে। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ দলের সমর্থকদের মধ্যে। তবে কিছুতেই যেন খুব একটা খুশি হতে পারছেন না লাল-হলুদের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত।

আজ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ঠিক তেমনটাই সুর শোনা যায় তার মুখে। আসলে আর জয় আসলেও যেভাবে হায়দরাবাদ দলের ফুটবলাররা একের পর এক আক্রমণ শানিয়ে এগিয়ে আসছিল লাল-হলুদ ডিফেন্সের দিকে তা যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে দলের কোচকে।

কুয়াদ্রাতের কথায়, বছরের শুরুতেই জয় এসেছে দলের। যা অনেকটাই বাড়তি অক্সিজেন জোগাবে ফুটবলারদের। তবে রক্ষণভাগের ফুটবলারদের আরও যথেষ্ট সক্রিয় হতে হবে। গত বছরের শেষের দিকে আইএসএলে কঠিন প্রতিপক্ষ দলের বিরুদ্ধে যথেষ্ট ভালো রক্ষণাত্মক ফুটবল খেলেছে ছেলেরা। এক্ষেত্রে সকলের প্রশংসা কুড়িয়েছেন হিজাজি মাহের। খুব তাড়াতাড়ি সেই ফর্ম ফেরাতে হবে। সামনে আরো কঠিন ম্যাচ তাই এখন থেকেই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে।